অনলাইন
'আমরা ভাবি পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা রয়েছে, কিন্তু ধারণা ও বাস্তবে তফাৎ আছে'
সেবন্তী ভট্টচার্য্য, কলকাতা থেকে
(১ সপ্তাহ আগে) ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন
নারীর নিরাপত্তা সুনিশ্চিতকরণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিলো নাগরিক চেতনা মঞ্চ। অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন সেই চিঠি সকলের সামনে তুলে ধরলেন। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে অপর্ণা সেন বলেন- “আমরা কোনও রাজনৈতিক দলের হয়ে বা সরকারের তদবীর করতে আসিনি। রাজ্যে নারী নিরাপত্তার জন্যই নাগরিক মঞ্চ আজ একত্রিত হয়েছে।” অপর্ণা বলেন, "যে সরকারই আসুক না কেন, যে দলেরই সরকার হোক না কেন, তাদের বলতে হবে যে এভাবে চলবে না। আমরা পরিকাঠামোগত, পদ্ধতিগত, দীর্ঘমেয়াদি কিছু বদল চাইছি, যাতে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হয়।"মুখ্যমন্ত্রী, প্রশাসনিক ভবন নবান্নের পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন দফতরকেও চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়। সমাজের সচেতন নাগরিকরা, অভিনেতা, পরিচালক, শিল্পী, সমাজকর্মী, আইনজীবী, চিকিৎসকরা ওই চিঠি লিখেছেন বলে জানিয়েছেন অপর্ণা।
অভিনেত্রী-তথা পরিচালক মনে করিয়ে দেন ২০২৪ সালের আগস্ট মাসের ঘটনা। অভিনেত্রীর মন্তব্য, “আর জি করের ঘটনার পর আমাদের সকলের মনে একটা সাংঘাতিক অভিঘাতের তরঙ্গের সৃষ্টি হয়েছিল। সকলেই ক্ষুব্ধ এবং আশঙ্কিত হয়েছিলেন। সেই থেকেই ভাবনার সূত্রপাত যে, আমাদের রাজ্যে কী এমন করতে পারি আমরা যাতে নারীদের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত হয়। আর জি কর তো প্রথম বা শেষ নয়, তার আগে-পরেও বহু ঘটনা ঘটেছে, সেটা আমরা সকলেই জানি। আমাদের বিশ্বাস, প্রশাসন আমাদের পাশে থাকলে এ রাজ্যের নারী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।” অপর্ণা জানিয়েছেন, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ-প্রশাসন, পরিবহণ, সব দফতরেই চিঠি দিচ্ছেন তাঁরা। তাঁরা কারও পদত্যাগ চাইছেন না। তাঁদের দাবি, প্রশাসন যেন নাগরিকদের দাবিগুলি মেনে নেন। তাঁদের দাবিগুলি রাজ্য এবং নারীদের জন্য মঙ্গলজনক। তাই রাজ্য সরকার সেই দাবি মেনে নিতে যেন সক্রিয় হয় রাজ্য, সেগুলি রূপায়ণ করে। অপর্ণার কথায় "আমরা চিরকাল ভাবি পশ্চিমবঙ্গ একটি নিরাপদ রাজ্য, এখানে মেয়েদের নিরাপত্তা রয়েছে। কিন্তু এই ধারণা এবং বাস্তব পরিস্থিতির মধ্যে কোথাও তফাত রয়েছে। '