বিশ্বজমিন
সীমান্তে তালেবানের সঙ্গে ইরানি সেনাদের রক্তাক্ত সংঘাত
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১ আগস্ট ২০২২, সোমবার, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৩ অপরাহ্ন

আফগানিস্তানের তালেবান বাহিনীর সঙ্গে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সংঘাতে কমপক্ষে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি তালেবান সদস্য বলে জানিয়েছে সংগঠনটি। আফগানিস্তানের নিমরোজ এবং ইরানের হিরমান্দ প্রদেশের সীমান্তে এই গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনার জন্য তালেবানকে দায়ী করেছে ইরান। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে জানানো হয়, তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর গত এক বছরে প্রায়ই সীমান্তে গোলাগুলির ঘটনা হচ্ছে। তবে রোববারের ঘটনাকে বেশ বড়সড় ঘটনাই মনে হচ্ছে। যদিও এতে হতাহতের আসল সংখ্যা এখনও জানা যায়নি। শুধু তালেবানের তরফ থেকে জানানো হয়েছে যে, তাদের এক সেনা নিহত এবং এক সেনা আহত হয়েছে। ইরান জানিয়েছে, ইরানি ভূখণ্ডে ঢুকে তালেবান তাদের পতাকা উড়ানোর চেষ্টা করে। এরপরই মূলত যুদ্ধ বাধে।
উল্লেখ্য, গত মাসেই ইরান সীমান্তে তালেবানের হামলায় এক সেনা নিহত হয়। সীমান্তে তালেবানের আচরণের বিষয়টি ইরান গুরুত্বের সঙ্গে নিচ্ছে।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার/ আমরা চাই বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়
ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি/ কানাডায় বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ার আশঙ্কা

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]