ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

বিবিধ

নিরবিচ্ছিন্ন পড়ালেখার জন্য অ্যাপ উন্মোচন করলো এসিএস ফিউচার স্কুল

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩:৫৭ অপরাহ্ন

mzamin

গুনগত শিক্ষা নিশ্চিত ও সহজতর করে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এসিএস ফিউচার স্কুল অভিজ্ঞ টিচার প্যানেলের সমন্বয়ে গড়ে তুলেছে অনলাইনে একাডেমিক লেখাপড়ার প্ল্যাটফর্ম।   এসিএস ফিউচার স্কুল মনে করে, শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভলপমেন্টও অত্যন্ত জরুরি। তাইতো, যাত্রা শুরুর প্রথম বছরেই ৬ষ্ঠ-১০ম শ্রেণির বিজ্ঞান, ব্যাবসায় শিক্ষা এবং মানবিক এর শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে ‘একাডেমিক প্রোগ্রাম ২০২৫’ কোর্স। যার ক্লাস শুরু হচ্ছে আগামী ১০ই জানুয়ারি থেকে। শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের কথা চিন্তা করে এমন ভাবে কোর্সটি প্রস্তত করেছে যেখানে রাজধানীসহ দেশের সকল প্রান্তের সব শ্রেণির শিক্ষার্থী  বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল এর মেধাতালিকায় শীর্ষস্থানে থাকা অভিজ্ঞ টিচার প্যানেলের সঠিক এবং সর্বোচ্চ গাইডলাইনের মাধ্যমে প্রস্তত হতে পারবে অর্ধ-বার্ষিক, বার্ষিক, মাধ্যমিক পরীক্ষার জন্য। শুধু তাই নয়, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীর স্কিল ডেভেলপ এবং সৃজনশীলতার বিকাশে থাকছে ৫টি ক্লাবস। 

২০২১ সাল থেকে এসিএস তার কার্যক্রম শুরু করে যেখানে উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় ভর্তি  প্রস্ততি নেয় ২০ লাখেরও বেশি শিক্ষার্থী। ২০২৪ সালেই এসিএস’র সঙ্গে ভর্তি পরীক্ষা প্রস্ততি নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা চান্স পান। সিনিয়র সেগমেন্টের শিক্ষার্থীদের পড়ানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এবার শুরু করেছে ‘একাডেমিক প্রোগ্রাম ২০২৫’। এই কোর্সে এনসিটিবি এর গাইডলাইন ও কারিকুলাম অনুযায়ী থাকছে টপিক ভিত্তিক ইন্টার‌্যাক্টিভ লাইভ ক্লাস। শিক্ষার্থীদের ক্লাস সঠিকভাবে বোঝার সুবিধার্থে প্রতিটি ক্লাসে নিবেন বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেলে অধ্যয়নরত অভিজ্ঞ টিচার প্যানেল। শিক্ষার্থীর যেকোনো সমস্যা সমাধানে ক্লাসেই তাৎক্ষনিক উত্তর প্রদান এবং পোল কুইজ এর মাধ্যমে ক্লাসেই নিশ্চিত করবে শতভাগ শিখন প্রক্রিয়া। প্রতিটি ক্লাস শেষে শিক্ষার্থী পেয়ে যাবে সেই ক্লাসের লেকচার শিট। লাইভ ক্লাস মিস করলেও যেনো  শিক্ষার্থীদের সমস্যা না হয় তাই থাকবে রেকর্ডেড ক্লাসের ব্যাবস্থা।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status