ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, স্বর্ণ ব্যবসায়ী আটক

মানবজমিন ডেস্ক

(৫ মাস আগে) ৮ জানুয়ারি ২০২৫, বুধবার, ৬:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২২ পূর্বাহ্ন

mzamin

হানি রোজ নামে মালয়াম এক অভিনেত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে কেরালার সুপরিচিত ব্যবসায়ী ববি চেমানুর’কে নিজেদের হেফাজতে নিয়েছে ভারতের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা পিটিআই। একজন কর্মকর্তা বলেছেন, জামিন অযোগ্য ধারায় মামলা করার পর ওয়েনাড়ে থেকে ওই ব্যবসায়ীকে আটক করেছে এসআইটি। এ খবরে সন্তোষ প্রকাশ করে মিস রোজ বলেছেন, এটা ছিল তার জন্য একটি শান্তিপূর্ণ দিন। মুখ্যমন্ত্রী বিনারাই বিজয়ন শক্তিথালী পদক্ষেপ নিশ্চিত করেছেন বলেও তিনি সন্তোষ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিযোগ শেয়ার করেছিলেন এই অভিনেত্রী। ওদিকে এ সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ওই অভিনেত্রী বলেন, তাকে হয়রানি করা হয়েছে। তিনি তিনি কারো নাম প্রকাশ করেননি। এরপর দ্রুতই বিপুল পরিমাণ সাইবার হামলা করা হয়। পুলিশ কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। অভিনেত্রী মামলার হুমকি দিয়ে বলেন, যেসব মানসিক বিকারগ্রস্ত মানুষ যে প্রশংসা বা অবজ্ঞা করার প্রবণতা তা প্রত্যাখ্যান করি। এর অর্থ এই নয় যে, আমি তাদের বিষয়ে ব্যবস্থা নিতে অক্ষম। 

উল্লেখ্য, ২০১২ সালে ‘ত্রিভানড্রাম লজ’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন মিস রোজ। তিনি পুলিশের কাছে অভিযোগে বলেছেন- ব্যবসায়ী বারবার তাকে যৌন কথাবার্তায় উত্যক্ত করছেন। তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী। এ সপ্তাহে এ অভিযোগ করার পর তিনি জানান, এই ঘটনা কয়েক মাস ধরে চলছে। এতে তার পরিবার খুব বিরক্ত। উল্লেখ্য, ব্যবসায়ী চিমানুর হলেন চিমানুর গ্রুপের চেয়ারম্যান। তিনি স্বর্ণ ব্যবসার একজন মোঘল বলে পরিচিত। তিনি ২০১২ সালে ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে কেরালায় এনেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ দেয়ার পর এসআইটি তা তদন্ত করে এবং বুধবার তাকে গ্রেপ্তার করে।  

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status