ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বিবিধ

ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকারুর সাথে যুক্ত হলেন জনপ্রিয় মডেল ও অভিনেতা আফরান নিশো!

(২ সপ্তাহ আগে) ৮ জানুয়ারি ২০২৫, বুধবার, ১২:৪৩ অপরাহ্ন

mzamin

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকারু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে ওয়াকারুর পার্টনারশিপটি ব্র্যান্ডটির আধুনিকতা ও তারুণ্যের প্রতীক হয়ে উঠবে, এমনটি আশা করা হচ্ছে।

২০১২ সালে, বিগত ৩০ বছরের ফুটওয়্যার ফ্যাশনকে মাথায় রেখে শুরু হয় ওয়াকারুর যাত্রা। ওয়াকারু নিয়ে এসেছে বিভিন্ন স্টাইলের ফুটওয়্যার, যা সকল শ্রেণির মানুষের নাগালের ভেতরে। আফ্রিকা ও সাউথইস্ট এশিয়ার পর ওয়াকারুর সকল প্রোডাক্ট এখন বাংলাদেশেও!  

উত্তরায় ওয়াকারু বাংলাদেশের কর্পোরেট অফিসে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন আফরান নিশো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটস্টেপস লিমিটেডের চেয়ারম্যান জনাব ভি নওশাদ, ডিরেক্টর জনাব রামেশ উমার, ডিরেক্টর জনাব সাইফ শাহরিয়ার ইসলাম এবং ওয়েভমেকার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোরশেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলো ওয়েভমেকার বাংলাদেশের অন্যান্য সদস্যরা।    

ওয়াকারু বাংলাদেশের সাথে এই পার্টনারশিপ নিয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফরান নিশো। “আমি শুধু ওয়াকারু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডরই নই, আমি এখন এই পরিবারের একটি সদস্য”- জানিয়েছেন এই অভিনেতা।  

ফুটস্টেপস লিমিটেডের চেয়ারম্যান জনাব ভি নওশাদ জানিয়েছেন, “আফরান নিশোর সঙ্গে এই পার্টনারশিপ ওয়াকারু বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার অনন্য প্রতিভা ও ব্যাপক জনপ্রিয়তা আমাদের ব্র্যান্ডের স্টাইল এবং মানের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। আমরা বিশ্বাস করি যে এই পার্টনারশিপ ওয়াকারুকে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে এবং গ্রাহকদের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত করবে।”

“নিশোর মতো একজন প্রভাবশালী তারকার সঙ্গে কাজ করার মাধ্যমে ওয়াকারু গ্রাহকদের কাছে অনেক খ্যাতি অর্জন করবে এবং ব্র্যান্ডটির জনপ্রিয়তা আরো বৃদ্ধি করবে”- জানিয়েছেন ওয়েভমেকার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোরশেদ আলম। তিনি আরো জানান আফরান নিশোর জনপ্রিয়তা, স্টাইল ও ব্যক্তিত্ব এই ব্র্যান্ডটিকে আরো উপরে নিয়ে যাবে।  
 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status