ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বিবিধ

দেশব্যাপী তরুণ শিক্ষার্থীদের নিয়ে

‘বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল ২০২৫’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

(২ সপ্তাহ আগে) ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১০:৫৯ পূর্বাহ্ন

mzamin

ওয়ার্ল্ড এআই অ্যান্ড রোবোটিকস্ ফাউন্ডেশন (ডব্লিউএআরএফ)-এর অধীনে পরিচালিত তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য নিবেদিত বাংলাদেশের প্রথম প্রোগ্রামিং ও রোবোটিকস্ কমিউনিটি ‘বাংলাদেশ স্টুডেন্টস্ প্রোগ্রামিং অ্যান্ড রোবোটিকস্ ক্লাব (বিএসপিআরসি)’-এর আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল ২০২৫’। দেশব্যাপী তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ই-স্পোর্টস কার্নিভালের ‘কো-হোস্ট’ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ‘পাওয়ার্ড বাই’ পার্টনার গিগাবাইট এবং ‘মিডিয়া পার্টনার’ এটিএন বাংলা ও দ্য এশিয়ান এইজ। এই মহাআয়োজনের যাত্রা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিতে ৬ জানুয়ারি ২০২৫, সোমবার রাজধানীর একটি ৪ তারকা হোটেলে সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডব্লিউএআরএফ-এর প্রেসিডেন্ট ড. মাহবুবুর রহমান, বিএসপিআরসি’র প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলীমুজ্জামান, বিএসপিআরসি’র প্রতিষ্ঠাতা মিজ ফারহানা জাহান, স্টেট ইউনিভার্সিটি’র উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন, গিগাবাইট-এর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মোঃ আনাস খান, এটিএন বাংলা’র সিনিয়র উপদেষ্টা (প্রোগ্রাম) জনাব নাওয়াজিহ আলী খান এবং স্টেট ইউনিভার্সিটি’র সিএসই বিভাগের সহকারী অধ্যাপক শাহ রেজা এম ফাহাদ হোসেন।

বিএসপিআরসি আয়োজিত এই ‘বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল ২০২৫’ প্রতিযোগিতামূলক গেমিং, উদ্ভাবন এবং প্রযুক্তি-ভিত্তিক অনুপ্রেরণার মিশেলে এই যুগান্তকারী ইভেন্টটি যুবসম্প্রদায়ের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এই ইভেন্টে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম, যেমন : গেমিং মডেল ডিজাইন প্রতিযোগিতা এবং বিষয়ভিত্তিক মডেলসহ
নতুন আইডিয়া প্রদর্শন (যেকোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য), বট প্রতিযোগিতা (ব্যাটল বট, বট সকার ও লাইন ফলোয়িং পাজল সলভ), এবং ভার্চুয়াল গেম প্রতিযোগিতা।

এর মূল লক্ষ্য হলো তরুণদের গেমিং ও রোবোটিকস্রে ক্ষেত্রে সৃজনশীল দক্ষতা আবিষ্কার করতে অনুপ্রাণিত করা, আধুনিক চাকরির বাজারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত দক্ষতা অর্জনে সহায়তা করা এবং তরুণ মেধাবীদের উদ্ভাবনী প্ল্যাটফর্ম প্রদান করা। ইভেন্টটির প্রত্যাশিত ফলাফলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের বৈশ্বিক ই-স্পোর্টস এবং রোবোটিকস্ প্ল্যাটফর্মে তাদের সম্ভাবনা প্রদর্শনের সুযোগ তৈরি করা এবং একটি স্মার্ট, ভবিষ্যৎ প্রস্তুত যুবসমাজ গড়ে তোলার ইঝচজঈ-এর মিশন বাস্তবায়ন করা। এই কার্নিভাল বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে তরুণ সম্প্রদায়ের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে।

উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয় যে, ৬ জানুয়ারি ২০২৫ থেকে অনলাইনে সারা দেশের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন উন্মুক্ত করে দেয়া হয়েছে। আঞ্চলিক বা প্রাথমিক পর্বের প্রতিযোগিতা শেষে রাজধানীতে গালা ইভেন্ট বা চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। রোবোটিকস্, মোবাইল ও পিসি গেমস্ এবং অ্যাপ্লিকেশনস্ বিষয়ে আগ্রহী যেকোনো তরুণ-তরুণী ও শিক্ষার্থী http://esportscarnival.com এ গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status