প্রথম পাতা
‘বিএনপি ক্ষমতায় গেলে বাজেটের ৮ শতাংশ কৃষি খাতে বরাদ্দ করা হবে’
স্টাফ রিপোর্টার, যশোর থেকে
(৪ সপ্তাহ আগে) ৬ জানুয়ারি ২০২৫, সোমবার, ৮:১৫ অপরাহ্ন
কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় এলে জাতীয় বাজেটের ৮ শতাংশ কৃষি খাতে বরাদ্দ করা হবে। এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা। সোমবার বিকেলে যশোরের বাঘারপাড়ার সাইটখালি গ্রামের মাঠে জামদিয়া ইউনিয়ন কৃষক দলের আয়োজিত সমাবেশে তিনি এসব বলেন।
তুহিন বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষিখাতে এমন নীতি নেয়া হবে যাতে সারাবছর কৃষকের মুখে হাসি থাকে। ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র খোলা হবে। দুর্বিপাক থেকে চাষিকে বাঁচাতে শস্য বিমা চালু করা হবে। শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করা হবে আরো আধুনিক ব্যবস্থাপনায়। শামসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মমিনুল ইসলাম, জেলা সভাপতি উপাধ্যক্ষ মকবুল হোসেন প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টিএস আইয়ুব। সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে পারিবারিক কার্ড ইস্যু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। এই কার্ড হবে শুধু নারীদের জন্য। তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম করে আমরা ফ্যাসিবাদী সরকারকে হটিয়েছি। কিন্তু এখনও ভোটের অধিকার পাইনি। ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই জারি রাখতে হবে। শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষক উৎপাদন না করলে শহুরে চাকরিজীবী ও লুটেরাদের ভাত জুটবে না। কৃষক উৎপাদন করে আর লুটেরারা বিদেশে অর্থ পাচার করে। বছর বছর কৃষকের জমি কমে। কৃষকের কোনো সিন্ডিকেট নেই। নেই কোনো ট্রেড ইউনিয়ন। তাই তারা ধর্মঘটও করতে পারেনা।