বিশ্বজমিন
মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করায় ইউক্রেনকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৫ জানুয়ারি ২০২৫, রবিবার, ১:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোয় কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির অভিযোগ যুক্তরাষ্ট্র নির্মিত দূরপাল্লার ভারী ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার বেলগোরোড সীমান্তাঞ্চলে হামলা চালিয়েছে কিয়েভ। রোববার ওই হামলার কড়া প্রতিক্রিয়া জানানোর হুমকি দিয়েছে রাশিয়া। এ খবর দিয়েছে অনলাইন ডন।
এতে বলা হয়, গত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের কাছে ভরাডুবির পর ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ক্রেমলিন। কেননা যুদ্ধ শুরুর তিন বছরের মধ্যে প্রথমবারের মতো কিয়েভকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। যা এই যুদ্ধকে আর দীর্ঘায়িত করবে বলে অভিযোগ করেছে মস্কো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে, ৩ জানুয়ারি বেলগোরোডের সীমান্ত অঞ্চলে যুক্তরাষ্ট্র নির্মিত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। পশ্চিমা কিউরেটরদের সমর্থিত কিয়েভের এই হামলার কঠোর প্রতিশোধ নেয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়টি। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে সর্বমোট আটটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার প্রতিটি ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ বাহিনী।