বিনোদন
বর্ষার উপলব্ধি
স্টাফ রিপোর্টার
১ আগস্ট ২০২২, সোমবার
ঈদ উপলক্ষে গত ১০ই জুলাই মুক্তি পেয়েছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমাটি। মুক্তির পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময় দর্শকের সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন এই তারকা দম্পতি। ৩০শে জুলাই সন্ধ্যায় রাজধানীর যমুনা ব্লকবাস্টারে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘দিন দ্য ডে’র বিশেষ শো-এর আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির হয়েছিলেন অনন্ত জলিল ও বর্ষা। এ সময় বর্ষা নিজের অন্যরকম এক উপলব্ধির কথাও প্রকাশ করেন সাংবাদিকদের সামনে। তিনি বলেন, একটি সিনেমা মুক্তি হলে আমরা হলে গিয়ে উল্লাস করতে পারি, মজা করতে পারি। কিন্তু যারা শারীরিক প্রতিবন্ধী, তারা সেই আনন্দ থেকে বঞ্চিত। তারা অনুভব করে আমরাও যদি এভাবে হাঁটতে পারতাম, তাদের মতো মজা করতে পারতাম- তাহলে খুব ভালো লাগতো। আমার কাছে ভীষণ ভালো লাগছে, এখানে নানান বয়সী মানুষ এসেছেন। তারা যে এত গরমে সিনেমাটি দেখার জন্য এসে ধৈর্য নিয়ে বসে আছে, এটাই বড় পাওয়া।
দেখলাম তাকে ঢাকায় আনা হয়েছে। খুব শিগগিরই আমি বাচ্চাটাকে দেখতে যাবো। আমি বর্ষা, যতদিন বেঁচে থাকি, সুস্থ থাকি ততদিন যাতে বাচ্চাটাকে দেখাশোনা করতে পারি।
পাঠকের মতামত
হাওয়া দেখে অভিনয় শিখ। ইরান গিয়ে মুভি করার নামে ১০০ কোটি টাকার মুভি বলে চাপাবাজি করলে লাভ নাই।