ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ রজব ১৪৪৬ হিঃ

রকমারি

২০২৫ সালে যারা জন্মাবে, তারা হবে জেনারেশন বিটা

মানবজমিন ডিজিটাল

(২ সপ্তাহ আগে) ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৬:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৭ পূর্বাহ্ন

mzamin

নতুন বছর অনেক নতুন আশা নিয়ে আসে। কিন্তু এবার ২০২৫ আসছে নতুন প্রজন্ম নিয়ে। ১ জানুয়ারি, ২০২৫ থেকে যে সব শিশুরা জন্মগ্রহণ করতে চলেছে, তারা হলো ‘জেনারেশন বিটা’। ১৯২৮ থেকে ১৯৪৫ এর মধ্যে যাঁদের জন্ম তাদের বলা হয় নীরব প্রজন্ম। ১৯৪৬ থেকে ১৯৬৪ এর মধ্যে জন্মগ্রহণকারীরা বেবি বুমারস নামে  পরিচিত। যারা  ১৯৬৫ থেকে ১৯৮০ এর মধ্যে জন্মেছে তাদের বলা হয় জেনারেশন এক্স। ১৯৮১ থেকে ১৯৯৬ সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে, তারা ‘মিলেনিয়াল’। যারা ১৯৯৬ সাল থেকে ২০১০ সালের মধ্যে জন্মেছে  তাদের জেন-জি বলা হয়। তাদের পরের প্রজন্ম হল জেনারেশন আলফা। ২০১০ সাল থেকে  ২০২৪ সালের মধ্যে জন্ম যাদের, তারা  জেন-আলফা। ২০২৫ থেকে ২০৩৯-এর মধ্যে যে সব শিশুর জন্ম হবে, তারা সকলেই জেন বিটা। ২০৩৫ সালের বিশ্ব জনসংখ্যা ১৬ শতাংশ হবে এই প্রজন্ম, এমনটাই মনে করছেন গবেষক মার্ক ম্যাকক্রিন্ডেল। মার্ক হলেন সেই ব্যক্তি যিনি নামকরণ করেছিলেন আলফা প্রজন্মের।   

কতটা আলাদা হবে 'বিটা বেবি'দের জীবন? এই নতুন প্রজন্মের গোটা জীবনটাই প্রযুক্তি দিয়ে মোড়া হবে। ব্যক্তিগত জীবনের প্রতিটি স্তরে ঢুকে পড়বে অত্যাধুনিক প্রযুক্তি। তারাই জীবন পরিচালন করবে।জেনারেশন আলফা যেমন আধুনিক প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেছে, তেমনই জেনারেশন বিটা নিজে থেকেই চালিত পরিবহন ব্যবস্থা দেখবে। স্বাস্থ্যক্ষেত্রের আধুনিক প্রযুক্তি, যা শরীরের খুঁটিনাটির উপরে নজর রাখবে, তেমন প্রযুক্তি পরে থাকবে সর্বক্ষণ। দৈনন্দিন জীবনের অন্যতম অংশ হবে ভার্চুয়াল পরিবেশ। একইসঙ্গে জেনারেশন বিটা-কে জলবায়ু পরিবর্তন, ব্যাপক নগরায়ন ও জনসংখ্যায় ভয়ঙ্কর পরিবর্তনের মতো নানা প্রতিবন্ধকতার মুখেও পড়তে হবে। এই প্রজন্মের প্রয়োজনীয়তা,মূল্যবোধ বোঝাটা অন্য প্রজন্মের (জেন জি, মিলেনিয়াল) কাছে একটু চ্যালেঞ্জের হতে পারে। যদিও সামাজিক বিচ্ছিন্নতা, প্রযুক্তি নির্ভর হয়ে যাওয়াটা জেন জি, মিলেনিয়াল ও জেন আলফার কাছেও চ্যালেঞ্জের।

সূত্র : ইকোনোমিক টাইমস

পাঠকের মতামত

তথ্যের ঘাটতি আছে গ্রেটেস্ট জেনারেশন বা মহত্তম প্রজন্ম: এঁদের জন্মকাল আনুমানিক ১৯০১ থেকে ১৯২৭ সাল পর্যন্ত এবং এঁদের বর্তমান বয়স অবশ্যই ৯৫ বছরের বেশি। এই তথ্যটা আসেনি। সূত্রঃ প্রথম আলো।

মিলন আজাদ
১ জানুয়ারি ২০২৫, বুধবার, ১:৪৬ অপরাহ্ন

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

রকমারি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status