ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

রাজনীতি

ক্ষুধার্ত পেটে সংস্কারের ট্যাবলেট হজম হবে না: গণতন্ত্র মঞ্চ

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৫:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩১ পূর্বাহ্ন

mzamin

ক্ষুধার্ত পেটে সংস্কারের ট্যাবলেট হজম হবে না বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দরা। তারা বলেন, বাজার পরিস্থিতি বেসামাল। সাড়ে ৪ মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে সরকার ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। মুনাফাখোর ও ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের দৃশ্যমান কোন ব্যবস্থা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। দেশে রোমহর্ষক ঘটনা ঘটছে। এক ধরনের সামাজিক নৈরাজ্য দেখা দিয়েছে । সরকার জরুরিভাবে এ সকল সংকটের সমাধান করতে হবে। মঙ্গলবার পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ জনদুর্ভোগ কমানোর দাবিতে’ এক সমাবেশে মঞ্চের নেতারা এসব কথা বলেন। সমাবেশে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি তোপখানা রোড, প্রেসক্লাব হয়ে পুরানা পল্টনে গিয়ে শেষ হয়।

সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন,  সরকার ভালো কিছু দেখাতে পারছেনা। রাজনৈতিক দলগুলোর সমর্থনে সরকার টিকে থাকলেও রাজনৈতিক দলসমূহের সঙ্গে খোলামেলা কথ বলেনা। তিনি বলেন, সরকারের মধ্যে আবার নানা সরকার কাজ করে। সমস্যা নিয়ে খোলামেলা কথা হলে সমস্যার সমাধানও বের করা যায় বলে মন্তব্য করেন মান্না।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারকে আমরা সমর্থন দিয়ে আসছি বলে মানুষ এখনও সরকারকে  সহ্য করছে। ফ্যাসিস্টরা বিদায় নেবার পর আবার কেন আমাদেরকে রাজপথে নামতে হবে। মানুষের ধৈর্যের পরীক্ষা না নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ক্ষুধার্ত পেটে সংস্কারের ট্যাবলেট হজম হবে না। এজন্য সংস্কারকে নির্বাচনের বিপরীতে হাজির না করতে আহ্বান জানাচ্ছি।

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখবেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহ সভাপতি সিরাজ মিয়া প্রমুখ।

পাঠকের মতামত

যথার্থ বলেছেন। অয়েট অ্যান্ড সি।

নাম প্রকাশে অনিচ্ছুক
২৫ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১১:১৯ পূর্বাহ্ন

দ্রব্য মূল্য অনেকটা ভালো আসে আগের চাইতে। দাম অনেক কমে গেসে। রাজনীতি বিদ রা চায় ক্ষমতা। কে যে কত কমাইসে তা এতো দিন দেখেসি। দেশ ভালো আসে। AL ke ম্যানেজ করতে হবে শক্ত হাতে।

Ramzan
২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৭:১০ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status