ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

তথ্য প্রযুক্তি

আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ

অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৩:০১ অপরাহ্ন

mzamin

বছর শেষে স্মার্টফোনপ্রেমিদের দারুণ খবর দিচ্ছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। প্রায় ২ বছর পর আবারো দেশে আসছে ভিভোর ফ্লাগশিপ এক্স সিরিজের ফোন। অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তি আর অসাধারন পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়ে আসছে ভিভোর নতুন স্মার্টফোন এক্স২০০।

নিয়মিতভাবে দেশে মিলছে ভিভোর ওয়াই ও ভি সিরিজের ফোন। এরইমধ্যে ভিভোর ওয়াই ও ভি সিরিজ দেশজুড়ে মানুষের মন জয় করেছে। ২০২১ সালে দেশে এসেছিল এক্স৬০ প্রো এবং এক্স৭০ প্রো ফাইভজি। ২০২২ সালে আসে এক্স৮০ ফাইভজি। এই তিন স্মার্টফোন বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে তিন স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তি বেশ নজর কাড়ে। পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফাররা এক্স সিরিজের ওই তিন স্মার্টফোনের প্রশংসা করেন। ভিভো এক্স৮০ফাইভজি দিয়ে নির্মিত হয় সাড়া জাগানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “চক্রাকার”।

ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই এক্স সিরিজ আবারো ফিরছে বাংলাদেশে। 
আরো অত্যাধুনিক প্রযুক্তির ভিভো এক্স২০০ ফ্লাগশিপ ফোন এখন আরো দুর্দান্ত।

ভিভো এক্স২০০ স্মার্টফোনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইসের টেলিফটো ক্যামেরা। যার মাধ্যমে দূরের দৃশ্যকে সহজেই দারুণভাবে ধারণ করা সম্ভব। ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং ১০০ গুণ হাইপারজুম প্রযুক্তির মাধ্যমে দূরের পাহাড়ের চূড়া, রাতের আকাশের জ্বলজ্বলে চাঁদ ধরা দেবে নিখুঁতভাবে। মাঠে বসে প্রিয় খেলোয়াড়ের প্রিয় মুহূর্তকে ধরা যাবে সহজেই। যেখানে ছবি শুধু একটি ফ্রেম নয়, বরং আপনার গল্পের ক্যানভাস হয়ে উঠবে।

ভিভো এক্স২০০ নিয়ে আসছে ইন্ডাস্ট্রির প্রথম থার্ড জেন সিলিকন অ্যানোড ব্যাটারি। যা পাতলা, অধিক ক্ষমতা এবং দীর্ঘস্থায়ী সহনশীলতার সঙ্গে তৈরি। সেইসাথে স্মার্টফোনটিতে থাকছে সেমি-সলিড ব্যাটারি প্রযুক্তি। ৫৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারির এই ফোনটি -২০°সেলসিয়াস তাপমাত্রায়ও মিলবে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স।

আর ভিভো এক্স২০০ -এর ডিজাইন? ফোনটির কোয়াড কার্ভড ডিসপ্লে শুধু ব্যবহারই নয়, দেখতেও মুগ্ধকর। ভিভো এক্স২০০ পাওয়া যাবে নেচারাল গ্রিন এবং কসমস ব্ল্যাক দুইটি অনন্য রঙে।
 

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

আরও খবর

তথ্য প্রযুক্তি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status