ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: মুরাদ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

(১ মাস আগে) ২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৪:৩৭ অপরাহ্ন

mzamin

বিএনপি সরকার গঠন করলে কৃষকদের অধিক গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, এদেশ কৃষি প্রধান দেশ। কৃষকরা ফলন ফলিয়ে এদেশে খাদ্যের চাহিদা পূরণ করেন। তাই তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্যে পাওয়ার নিশ্চিত করা হবে। কৃষকরা যাতে কোনভাবেই ক্ষতির মুখে না পড়েন তার জন্য শস্য, পশুসম্পদ ও মৎস্য বীমা করা হবে। যা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যে এসব কথা উল্লেখ রয়েছে। শুক্রবার  ঢাকার ধামরাইয়ের বালিয়া আমতা চৌহাট ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভার প্রধান প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। তিনি বলেন, দেশের বিরুদ্ধে অপর একটি দেশ যড়যন্ত্রমূলক মিথ্যা রটনা রটিয়ে দেশকে অস্থিরতা করার চেষ্টার করছেন। আমরা তাদের উদ্দেশ্যে হাসিল হতে দেব না। এদেশে জনগণ আর জুলুম অত্যাচার মেনে নিবে না। কারণ দেশে রাতে আর ভোট হবে না। তাই স্বৈরাচার সরকারও আর গঠন হবে না। এদেশে দাঙ্গা হাঙ্গামার দেশ নয় এদেশ হিন্দু মুসলিমসহ সকল সম্প্রদায়ের দেশ। তাই দেশে আমার হিন্দু ভাই বোনেরা অনেক শান্তি ও নিরাপদে আছেন বলে জানান তিনি। সভায় তিনি আরও বলেন, রাষ্ট্রকে সুন্দর ও ভাল রাখতে হলে সকলকে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করতে হবে। স্বৈরাচার সরকার সরকারের প্রধান ও তার দোসরদের কঠোর হস্তে দমন করতে হবে বলে জানান তিনি। তিনি বলেন, ধামরাইয়ের মাটি বিএনপির ঘাঁটি। তাই আগামীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের মডেল হবে ধামরাইতে।
ধামরাই যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান খান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ জলিল, ঢাকা জেলা মহিলা দলের আহবায়ক সাবিনা ইয়ামিন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি  ইবাদুল হক জাহিদ প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status