খেলা
হতাশায় ড্রেসিংরুমে ব্যাট ছুঁড়ে দেখি আম্পায়ার ডাকছেন: জাকের আলী
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ২০ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন জাকের আলী। তখন তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ১৬ বলে ১৭। ড্রেসিং রুমে গিয়ে চরম হতাশায় ব্যাট ছুঁড়ে মারার পর খেয়াল করলেন চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্রেথওয়েটকে। তিনি জানালেন জাকের নন, আউট হয়েছেন শামীম। এরপর ক্রিজে গিয়ে ব্যাটে ঝড় তুলে ৪১ বলে ৭২ রান করেন জাকের। তার রানে ভর করে ক্যারাবিয়ানদের বিপক্ষে বাংলাদেশ তুলে নেয় ৮০ রানের বড় জয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ট-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে রেখছিল বাংলাদেশ। ওয়ানডের হোয়াইটওয়াশ টি-টোয়েন্টিতে ফিরিয়ে দেবার লক্ষ্যে কিংসটনে টসে জিতে ব্যাট করতে নামে টাইগাররা। ভালো শুরুর পর কিছুটা হোঁচট খায় বাংলাদেশ। তা সামলে নিতে তখন ক্রিজে ছিলেন জাকের ও শামীম। ১৫তম ওভারে ভুল বোঝাবুঝিতে দুজন চলে যান উইকেটের একই প্রান্তে। আম্পায়ারের ইশারায় সহজ রান আউটে মাঠ ছাড়েন জাকের। ড্রেসিংরুমে গিয়ে রাগে ব্যাট ছুঁড়ে মারলেন। তবে কিছুক্ষণ পর দেখতে পান চতুর্থ আম্পায়ারকে। জানালেন তিনি নন, আউট হয়েছেন শামীম। আরেকবার জীবন ফিরে পেয়ে ক্রিজে এসে ব্যাট হাতে চালালেন তান্ডব। ১৬ রানে ১৭ রান করা জাকের পরের দফায় মাঠে নেমে ২৫ বলে যোগ করলেন আরও ৫৫ রান। অপরাজিত থেকে বাংলাদেশকে এনে দেন দলীয় ১৮৯ রানের বড় সংগ্রহ। জবাবে ১০৯ রানে গুঁটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ম্যাচ সেরা হয়ে জাকের বলেন, ‘ওটা ভয়ঙ্কর রকমের ভুল বুঝাবুঝি ছিল। ড্রেসিংরুমে গিয়ে আমি হতাশায় ব্যাট ছুঁড়ে মারি। হঠাৎ দেখলাম আমাকে চতুর্থ আম্পায়ার ডাকছেন। এরপর আমার জন্য আরেকটা রান আউট হয়। তখন আমার জেদ হয়। ভালো খেলতে সহায়তা করার জন্য সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞ। আমি ওদের (শামীম ও শেখ মেহেদী) রানগুলোও করতে পেরেছি।’
আমার পাশের বাড়ির ছেলে অনিক,মন হিট হলে এমনি হবে বারবার।