ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

রাজনীতি

সময়টা কঠিন: ফখরুল

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ৭:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪১ অপরাহ্ন

mzamin

দেশের বর্তমান সময়টা কঠিন সময় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে’ এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এই সময়টা সবচাইতে কঠিন সময়, আপনার একটা পদক্ষেপ যদি ভুল হয় আপনি পেছনে পড়ে যাবেন, খাদে পড়ে যাবেন। যদি সঠিক পা দিতে পারেন তাহলে আপনি সামনে এগিয়ে যাবেন। আমার অনুরোধ থাকবে, এই দিবসগুলো আপনারা অবহেলা করবেন না, জানার চেষ্টা করবেন। অনেক জানেই না কি হয়েছিল, ওই দিন কি তালি মারার দিবস, না তালি মারার দিবস না, ওই দিন কি মিলাদ করার দিবস না খিচুড়ি খাওয়ার দিবস। আমাদের দেশের সবচাইতে বরণ্যে ব্যক্তিদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে ভালো শিক্ষকদেরকে, তাকে তুলে নিয়ে গিয়েছিলো।

তিনি বলেন, মজার ব্যাপার হচ্ছে তাদের তুলে নিয়ে গেছে এই যে ফ্যাসিস্ট সরকার আমাদেরকে তুলে নিয়ে যেতো, যেমন আমাদের গুম করে নিতো ঠিক ওইভাবে তাদের (শহীদ বুদ্ধিজীবীদের) তুলে নিয়ে গেছে। বাসায় থেকে নেয়ার সময়ে বলছিলো কোথায় নিয়ে যাচ্ছেন, এই কিছুক্ষণ পরে চলে আসবে তো, এভাবে নিয়ে গেছে, নেয়ার পর আর ফিরে আসেনি, রায়ের বাজারে তাদের হাত-পা বাধা মরদেহ পাওয়া গেছে মহিলা-পুরুষ সকলের। এটা আমাদের মনে রাখতে হবে বুদ্ধিজীবীদের কেনো প্রাণটা দিতে হলো।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, প্রতিটি মুহূর্ত এখন আমাদেরকে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের প্রতিটি কথা আমাদেরকে মেপে কথা বলা দরকার। আমরা এমন কোনো কথা বলব না যে, আমাদের এই যে বিজয়কে নষ্ট করে দেয়, অর্জনকে বিনষ্ট করে দেয়। আমাদের দেশের ফ্যাসিস্ট হাসিনা (শেখ হাসিনা) পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতে আশ্রয় নিয়ে সে দ্রুত কাজ করছেন, সে লন্ডনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে এরমধ্যে ডিজিটালি একটা মিটিংও করেছেন। দেখবেন যে, তারা (আওয়ামী লীগ) অনেক অপপ্রচার করছেন, মিথ্যাচার করছেন যেগুলো বাংলাদেশের জন্য, এই বিপ্লবের জন্য অত্যন্ত উল্টো কথা। তাই আপনাদেরকে গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেতর দিয়ে আপনাদেরকে কথা মধ্য দিয়ে জবাব দিতে হবে। ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতা-কর্মীদের আরও বেশি সম্পৃক্ত হয়ে আওয়ামী লীগের মিথ্যাচার-অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আপনাদের সামনে অনেক কাজ, অনেকে মনে করেছেন যে, হাসিনা পালিয়ে গেছেন, কাজ শেষ হয়ে গেছে- না। কিছুক্ষণ আগে আমাদের সুলতান সালাউদ্দিন টুকু বলছিলেন যে, যে আমাদের এই আন্দোলন চলবে, নির্বাচন পর্যন্ত। না, না- এই নির্বাচনের পরে আরও বহু বহু দিন, যতক্ষণ পর্যন্ত আমরা একটা গণতন্ত্র সংস্কৃতিতে পরিণত করতে পারব, কালচারে পরিণত করতে পারব, এটা একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে, ওই জায়গাতে আমাকে পৌঁছাতে হবে। তাই আমাদের কাজ অনেক বেশি আছে।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status