ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

অর্ধশত বিচারক-কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদের অভিযোগ তদন্তের রিট খারিজ

স্টাফ রিপোর্টার
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার

অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক-কর্মকর্তার ‘অবিশ্বাস্য সম্পদ’ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার রিটের শুনানি শেষে তা সরাসরি খারিজ করে (সামারিলি রিজেক্ট) আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
আদালতে রিটকারী আইনজীবী মো. আমিমুল এহসান জুবায়ের নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। শুনানিতে আরশাদুর রউফ বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। সরকার পদক্ষেপ নিচ্ছে। পুরো ইস্যুটি পত্রিকার খবর নিয়ে। প্রতিবেদনে অনুসন্ধান প্রতিবেদনের কথা হয়েছে। অথচ এমন কোনো রিপোর্ট নেই বলে দুদক জানিয়েছে। এর আগে গতকাল সোমবার অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক-কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিমুল এহসান জুবায়ের। রিটে আইন মন্ত্রণালয়ের দুই সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status