ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

অনলাইন

ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ে

নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা মারলো বাস, নিহত ৬

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

mzamin

একাধিক পথচারী এবং পরপর গাড়িতে ধাক্কা বেপরোয়া সরকারি বাসের। ঘটনায় মৃত্যু ছয় জনের। জখম হয়েছেন কমপক্ষে ৪৯ জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে সোমবার রাতে, মুম্বইয়ের কুর্লা এলাকায়।  বাসটি ছিল বৃহানমুম্বই ইলেক্ট্রিক সাপ্লাই বোর্ডের। আন্ধেরি থেকে কুরলার দিকে যাচ্ছিল বাসটি। পথে এই দুর্ঘটনা ঘটে।  রাত পৌনে ১০টা নাগাদ বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই এবং পরিবহণ বিভাগের ৩৩২ নম্বর রুটের বাস কুর্লা স্টেশন থেকে আন্ধেরির দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একাধিক পথচারীকে ধাক্কা দেয়। একই সঙ্গে পরপর গাড়িতেও ধাক্কা মারে বাসটি। তারপর একটি আবাসনের বাউন্ডারি ওয়ালে সজোরে ধাক্কা খেয়ে উলটে যায়। ঘটনার জেরে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিক তদন্তের পরে বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই এবং পরিবহণ বিভাগের অফিসারদের একাংশ জানান, ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এই ঘটনা দেখে ছুটে আসেন আশেপাশের লোকজন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সকালে একটি ফরেনসিক টিম দুর্ঘটনাস্থলে পৌঁছায়। জোন ৫-এর ডেপুটি পুলিশ কমিশনার গণেশ গাওড়ে বলেন, ‘কুর্লায় পৌঁছনোর পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।’ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নিয়ন্ত্রণহীন বাসের নীচে চাপা পড়ার হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টায় হুড়োহুড়ি পড়ে যায় পথচারীদের মধ্যে। ইতিমধ্যেই বাস চালককে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারালো তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে কান্নিস ফাতিমা আনসারি, শিভম কাশ্যপ, আফরিন আবদুল সালিম শাহ এবং আনম শেখের দেহ চিহ্নিত করা সম্ভব হয়েছে। জখমদের নিকটবর্তী ভাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতের সংখ্যা ৪৯। এদিকে আজ  সকালে  সাড়ে ৭টা নাগাদ গুজরাটের জুনাগড়ে দুটি চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে সাত জনের। তার মধ্যে চার জন কলেজ পড়ুয়া। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি ডিভাইডার টপকে নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। জুনাগড়-ভেরাবল হাইওয়ের উপর ভান্দুরি গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

সূত্র : এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status