খেলা
পিএসজি’র আগে চ্যাম্পিয়নস লীগ জিততে চাওয়া এমবাপ্পে কেন ক্ষুব্ধ ছিলেন মেসির ওপর
স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবারস্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে গিয়ে শুরুটা একদমই ভালো হয়নি ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের। শুধু গোল নয়, মাঠের চিরচেনা পারফর্মেন্সেও যেন ভাটা পড়েছে এই মাদ্রিদ ফরোয়ার্ডের। গুরুত্বপূর্ণ দুই ম্যাচে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়ে সমালোচনা বাড়িয়ে দিয়েছেন দ্বিগুণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন স্বপ্নের চ্যাম্পিয়নস লীগ জয়ের আকাঙ্ক্ষা, লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক এবং মাদ্রিদের নতুন জীবনসহ নানা বিষয়ে।
স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে এমবাপ্পের যোগদানের প্রধান কারণ ছিল চ্যাম্পিয়নস লীগ জয়ের প্রত্যাশা। এর আগে সাবেক ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইয়ের (পিএসজি) হয়ে চেষ্টা করেও পাননি আশানরূপ ফল। এমনকি পিএসজি তার আগে চ্যাম্পিয়নস লীগ জিতুক সেটিও চান না তিনি। এক ফরাসি টিভির খোলামেলা সাক্ষাৎকারে এই বিশ্বকাপজয়ী ফুটবলার বলেন, ‘খেলোয়াড়দের মনে কী কাজ করে আমি জানি। চ্যাম্পিয়নস লীগ নিয়ে ঘোরের জটিলতায় আমাকেও পড়তে হয়েছে। আমি চাই তারা (পিএসজি) যেন আপাতত চ্যাম্পিয়ন লীগ না জেতে। কারণ আমি সেটা জিততে চাই। আশা করি ভবিষ্যতে তারা জিতবে। এটার কারণে তারা অনেক ভুগলেও আগে আমাকে এই শিরোপা জিততে হবে। প্যারিসে আমি ইতিহাস লিখেছি । রেকর্ড ভেঙেছি ও অনেক শিরোপা জিতেছি। এখন আমি বিশ্বের সেরা ক্লাবে খেলছি।’
সাক্ষাৎকারে মেসির সঙ্গে বোঝাপড়ার বিষয় নিয়েও মুখ খুলেছেন এমবাপ্পে। আর্জেন্টিনার বিপক্ষে ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনাল হারের পর তিনি ক্ষুব্ধ ছিলেন মেসির ওপর। এ ব্যাপারে তিনি বলেন, ‘ফাইনালের পর অনুশীলনে মেসিকে দেখে আমি রেগে গিয়েছিলাম। তবে সে বলেছিল আমি ইতোমধ্যে এটা জিতেছি (২০১৮ বিশ্বকাপ) এবং সেবার তার পালা ছিল। আমি সত্যিই অনেক ক্ষুব্ধ ছিলাম। তারপরও তাকে সম্মান জানাতে হবে, কারণ মানুষটা যে মেসি। হাসিঠাট্টার মধ্য দিয়েই আমার রাগ পানি হয়েছে।’ তবে তিনি অকপটে স্বীকার করেছেন প্যারিসের ক্লাবটিতে খেলার সময় তিনি মেসির থেকে অনেক কিছু শিখেছেন। তিনি বলেন, “তার কাছ থেকে আমি অনেক শিখেছি। মানুষটা যখন মেসি তখন আপনি তার কাছ থেকে সবকিছু শিখতে পারেন। আমি প্রায়ই তাকে জিজ্ঞেস করতাম, তুমি এটা কিভাবে করলে, ওটা কিভাবে করলে?”
স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে সময়টা কেমন যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন, ‘আমি এখানে খুব খুশি। জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। দেশের বাইরে এটাই আমার প্রথম অভিজ্ঞতা। আমি সুন্দর একটা দেশকে আবিষ্কার করছি। এখানের মানুষেরা খুব ভালো, দেশটাও অসাধারণ।’