বিশ্বজমিন
গোলান মালভূমিতে প্রতিরক্ষা লাইন শক্তিশালী করার আহ্বান ইসরাইলি মন্ত্রীর
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২:৩২ অপরাহ্ন
অধিকৃত গোলান মালভূমিতে নতুন করে প্রতিরক্ষা লাইন শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রবাসী বিষয়ক মন্ত্রী অ্যামিচাই চিকলি। তিনি বলেছেন, সিরিয়ার বিদ্রোহীদের অগ্রগতি দেশটির জন্য ‘উদযাপনের কোনো বিষয়’ নয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়, সিরিয়ার বেশির ভাগ অংশ এখন ‘আল কায়েদা ও আইএসআইএল’ এর সহযোগী তাহরির আল-শামসহ অন্যান্য সংগঠনগুলোর নিয়ন্ত্রণে। সশস্ত্র এসব গোষ্ঠীর নেতৃত্বে যোদ্ধারা দামেস্কে প্রবেশ করেছেন বলে উল্লেখ করেছেন তিনি। তবে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) শক্তিশালী উত্থানকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন অ্যামিচাই চিকলি। এক্ষেত্রে তিনি মনে করেন, ইসরাইলকে অবশ্যই অধিকৃত গোলান মালভূমির মাউন্ট হারমন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ পুনর্নবীকরণ করতে হবে। ১৯৭৪ সাল থেকে চলা গোলান মালভূমিতে যুদ্ধবিরতির ভিত্তিতে জোরালোভাবে নতুন প্রতিরক্ষা লাইন স্থাপনের আহ্বান জানিয়েছেন ইসরাইলের ওই মন্ত্রী।
উল্লেখ্য, এসডিএফের ঘনিষ্ঠ মিত্র হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা। সিরিয়ার গোলান মালভূমির বেশির অংশই ১৯৬৭ সালে দখলে নিয়েছিল ইসরাইল।