রাজনীতি
পতিত স্বৈরাচার ক্ষমতা দখলের দ্বিবা স্বপ্ন দেখছে: ডা. জাহিদ
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৭ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৪:২৯ অপরাহ্ন
পতিত স্বৈরাচার আবার ক্ষমতা দখলের ‘দ্বিবা স্বপ্ন’ দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ভয়েস অব টাইমস নামক সংগঠনের উদ্যোগে ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলা এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশের পর বিক্ষোভ মিছিলও করে সংগঠনটি।
জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধুমাত্র ওই চিন্ময়ের জন্য, তা না। এই ষড়যন্ত্র বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই বাংলাদেশকে ধ্বংস করে দেয়া, বাংলাদেশকে কেউ কেউ বিভিন্নভাবে হুমকি দেয়ার চেষ্টা করে, এই চিকেন নেক দখল করে নেবে। আরে ভাই দখলের দিন শেষ। বুঝতে হবে, এতো বাহিনী থাকার পরেও পালিয়ে যেতে হয়েছে, ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত থাকার পরে দখলে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দিবা স্বপ্ন থেকে যাবে। ৩৬ কোটি হাত প্রতিরোধ করবে। সংস্কার-আধিপত্যবাদী-সম্প্রসারণবাদী যেকোনো উদ্যোগকে এই সরকারই শুধু নয়, এদেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে, যেকোনো পরিস্থিতিতে তারা তাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য শেষ রক্ত বিন্দু দিয়েও চেষ্টা করবে।
তিনি বলেন, আমরা আজকে শুধু প্রতিবাদ জানাচ্ছি এইটুকুই না, আমাদের মনে রাখতে হবে যে, ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলছে, ষড়যন্ত্র শেষ হয় নাই। কোনো অবস্থাতে ভাবার কারণ নাই আপনার অধিকার আপনি এমনি এমনি ফেরত পাবেন। যেরকমভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, আন্দোলনে ছিলেন, আন্দোলনে আছেন এবং থাকবেন। আগামী দিনের লড়াই হবে আরও কঠিন। দেখেন, আস্তে আস্তে আমাদের সামনে কঠিন সময় আসতেছে। এই সময় দরকার ঐক্য। শুধু ঐক্যই পারে যেকোনো ষড়যন্ত্রকে ছিন্ন করতে এবং সম্প্রসারণবাদী ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে।
ভয়েস অব টাইমসের সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর হেলাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।