বিশ্বজমিন
ভারতে হিন্দু প্রতিবেশীর তোপের মুখে বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন মুসলিম দম্পতি
মানবজমিন ডেস্ক
(২ মাস আগে) ৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০১ অপরাহ্ন

ধর্মীয় ইস্যু তুলে ভারতে মুসলিম এক দম্পতিকে তাদের অধিকৃত বাড়ি পুনরায় বিক্রি করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, ধর্মীয় কারণে ওই মুসলিম দম্পতিকে তাদের ক্রয় করা বাড়িতে উঠতে দিচ্ছে না তাদের হিন্দু প্রতিবেশীরা। নির্মম এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাঞ্চলীয় শহর মোরাদাবাদের টিডিআই নামক একটি আবাসিক এলাকায়। মঙ্গলবার রাতে হিন্দু অধ্যুষিত আবাসিক এলাকাটিতে মুসলিম দম্পতির কাছে বাড়ি বিক্রয়ের খবর জানাজানি হলে প্রতিবাদে নামে স্থানীয় হিন্দুরা। পরে প্রতিবাদের একটি ভিডিও ভাইরাল হওয়ায় এ নিয়ে ভারত জুড়ে চলছে ব্যাপক উত্তেজনা। মেঘা অরোরা নামের এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, কারো সঙ্গে পরামর্শ না করেই মুসলিম দম্পতির কাছে বাড়িটি বিক্রি করেন অশোক বাজাজ নামের এক চিকিৎসক। অরোরা বলেন, আমরা আমাদের মন্দিরের সামনে মুসলিম পরিবারকে সহ্য করতে পারি না। এটি হিন্দু নারীদের নিরাপত্তার প্রশ্ন বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। হিন্দু ওই নারী আরও বলেন, আমরা এই বাড়ি বিক্রির বিষয়টি প্রত্যাহারের আহ্বান জানাই এবং প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি তারা যেন বাড়ির নতুন মালিকদের নিবন্ধন বাতিল করেন। অরোরা জানিয়েছেন তাদের কাছে প্রতিবেশী হিসেবে মুসলিম দম্পতি অসহনীয়। তিনি বলেন, আমরা ভিন্ন ধর্মের কাউকে এখানে আসতে দিতে পারি না। আমরা তাদের এখানে প্রবেশ করতে দেব না। এছাড়া মুসলিম দম্পতি তাদের বাড়ি অধিকরণের বিষয়টি প্রত্যাহার না করা পর্যন্ত এই প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন অরোরা। এ বিষয়ে অভিযোগ জানাতে হিন্দু বাসিন্দারা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় ঘেরাও করে সেখানে ডা. বাজাজ এবং ওই দম্পতির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। এই বিক্ষোভের ফলে বাড়িটি পুনরায় হিন্দু সম্প্রদায়ের কাছে বিক্রি করা হবে বলে জানিয়েছেন ডা. বাজাজ। শুক্রবার বিবিসিকে তিনি বলেন, এই হাউজিংয়ের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যস্থতায় একটি রেজোলিউশন হয়েছে এবং হাউজিং সোসাইটিতে বসবাসকারী হিন্দু পরিবারের কাছে বাড়িটি পুনরায় বিক্রি করতে রাজি হয়েছেন মুসলিম দম্পতি। মোরাদাবাদের একটি চক্ষু হাসপাতালে কর্মরত আছেন ডা. বাজাজ। তিনি ওই হাউজিংয়ে প্রায় ছয় বছর বাস করেছেন। তিনি বলেন, যেই মুসলিম দম্পতির কাছে বাড়িটি বিক্রি করা হয়েছে তারা উভয়েই চিকিৎসক। তাদেরকে প্রায় ৪০ বছর ধরে চেনেন বলে জানিয়েছে ডা. বাজাজ। আবাসিক এলাকা জুড়ে প্রতিবাদের ঘটনায় নতুন বাড়িতে উঠতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না মুসলিম পরিবারটি। তবে এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছেন ডা. বাজাজ। তিনি বলেন, আমি বুঝতে পারিনি যে এই ঘটনাটি জাতীয় খবর হয়ে উঠবে। হিন্দু-সংখ্যাগরিষ্ঠ এলাকাটিতে বাড়ি কেনা নিয়ে মুসলিম বাসিন্দাদের এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়া এটাই প্রথম নয়। এর আগে ২০২১ সালে একই ঘটনার সম্মুখীন হয়েছিলেন দুটি মুসলিম পরিবার। বাড়ি কেনার পর কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলোর তোপের মুখে পড়েছিলেন তারা। গ্রামীণ ভারতে দীর্ঘকাল ধরেই জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে আসছে। ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও ভারতের শহরাঞ্চলে একই চিত্র বিদ্যমান থাকার কথা। তবে সম্প্রতি শহরগুলোতে বিচ্ছিন্নভাবে এমন ঘটনা শোনা যাচ্ছে বলে উল্লেখ করেছে বিবিসি।
পাঠকের মতামত
এটাই বর্তমান ভারতের দৈনন্দিন চালচিত্র ।সব খবর প্রচার হয়না তাই খবরগুলো রটেনা ।অথচ বাংলাদেশে এমন ঘটনা আমাদের কল্পনায়ও আসেনা । তারপরও আমাদের বিরুদ্ধে অপ্রচার চালিয়েই যাচ্ছে ।
বিশ্বে অসাম্প্রদায়িকতার এক অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ। [email protected]
আর আমারা ওদেরকে বেয়াই (দুলাল পিতা) আদরে স্থান দেই। ইসলামও আমাদের এই শিক্ষাই দয়। এই হলো দুধ আর মুতের পার্থক্য।
সাম্প্রদায়িক ভারতের চরিত্র
সাম্প্রদায়িক ভারতের চরিত্র
বাংলাদেশের মুসলমানদের তো কখনো এই রূপ চিন্তা করতে দেখি নাই।
এই ভারতই নাকি আবার বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে প্রশ্ন তোলে। নির্লজ্জ বেহায়া একটি রাষ্ট্র।
ভারত নিজেই একটি মুসলিম নিপীড়নকারি একটি দেশ।
সাম্প্রদায়িক উগ্রবাদী, নির্লজ্জ একটি দেশ ভারত. নিজের দেশের সংখ্যা লগুদের নিরাপত্তা দিতে পারেনা কিন্তু অন্য দেশের সম্প্রীতি নষ্ট করে উঠেপড়ে লেগেছে
ভারতে উগ্রবাদ কাফেররা সবসময়ই মন্দো কাজ করবে এটাই সাভাবিক। যারা গোমুত্র পান করে তাতের বিবেক লোপ পায়। আল্লাহ আমাদেরকে কাফেরদের থেকে রকখা করুণ।
এখন কি বলবেন বিজেপি সরকার? দেখে জান বাংলাদেশ, শিক্ষা নিন বাংলাদেশ থেকে। বাংলাদেশ বাংলাদেশেই,,,,,,,
ধিক্কার জানানোর ভাষা নেই নরেন্দ্র মোদি এবং উগ্রবাদী বিজেপি দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে ।
ধর্মনিরপেক্ষ, বৃহৎ গণতন্ত্রের নমুনা !! এই কি আমার ভারত ? দুঃখিত তবে অবাক নই।
ভারত নিজেদের ঘরে মূলত সমস্যা লাগিয়ে রেখেছে,তাদের দেশে প্রতিবাদী জনগণ ও মুসলমানদের উপর নির্যাতন করে বেড়াচ্ছে। আমি অবাক হই তারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে! ধিক্কার জানাই তাদের..
হুম... 'হামারা ভারত মহান হ্যায়', কোন বলা ক্যায়সে? এই মহত্ত্বের পরিচয়? দুনিয়ার সমস্ত ধিক এই ধর্মান্ধ পিশাচদের!
ভারত কি সাংবিধানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ?? নাকি উগ্রতা,মূর্খতা ও হিংস্রতায় ভরপুর দেশ?? এই দেশ (ভারত) এবং উগ্র এই হিন্দু জাতি আবার অন্যান্য দেশের বিষয় নিয়ে মাথা ঘামায়। ওদের মত বর্বর ভন্ড জাতি দুনিয়ার অন্য কোন দেশে আছে কিনা যথেষ্ট সন্দেহ আছে।
এই খবরগুলো বাংলাদেশী মিডিয়ার আরো ফলাও করে প্রচার করা উচিত। তবে মিডিয়া মালিকরা যদি দাদাদের ভয়ে ভীত হয়ে থাকেন তাহলে ভিন্ন কথা।
ভারত নিজেরা মুসলিমদের ঘৃণা করে কিন্তু বাংলাদেশের মুসলিমদের ভালোবাসা হিন্দুরা আশা করে। অজ্ঞদের বুঝায় কে
সাম্প্রদায়িকতার এক অনন্য উদাহরণ হলো ভারত। আর তারা আসে আমাদেরকে সম্প্রীতি শেখাতে। এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান অন্তর্বতীকালীন সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি প্রয়োজনীয় প্রতিবাদ জানানোর জন্য।
আদি হিংস্ৰ আর উম্মাদনার এক তীর্থ ভূমি ভারত। যে জাতির শাসক চা বিক্রেতা ,মানুষ হিংস্র আর সরকার অমানবিক। পুরো জাতিটাই ল অন্ধকার আর বর্বর ধারণা নিয়ে গড়ে উঠেছে। উপমহাদেশের প্রত্যেকটা দেশ ওদের মুখে এখন থুতু দিচ্ছে।
যে দেশের জনগণ বিজেপি এবং নরেন্দ্র মোদীর মতো লোককে বছরের পর বছর ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে রাখে, সে দেশের জনগণের এটাই চরিত্র।
নিকৃষ্ট জাতির নিকৃষ্ট কাজ!
হীন মানসিকতা আর হিংসা বিদ্বেষ এ পুর্ন একটি দেশ ও জাতি
এর নাম ধর্ম নিরপেক্ষতা??????????
লজ্জাজনক,এটা নাকি যথাযথ উদার গনতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশে এমন কোন ডেপোলাপারের দালান নাই যে হিন্দুদের কাছে ফ্ল্যাট বিক্রি করে নাই এবং এদেশে হিন্দুরা পরম সুখশান্তিতে বসবাস করছে।
সাংবিধানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ?? নাকি উগ্রতা,মূর্খতা ও হিংস্রতায় ভরপুর দেশ??
এই ভারতই নাকি আবার বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে প্রশ্ন তোলে। নির্লজ্জ বেহায়া একটি রাষ্ট্র।
ভারতের মুসলিমদেরও জেগে উঠতে হবে বাংলাদেশের হিন্দুদের পাশাপাশি। পৃথিবীর সব সংখ্যালঘুদের নিজেদের দাবী-দাওয়া নিজেদেরই আদায় করতে হবে এবং করা শিখতে হবে।
দুঃখিত হলেও অবাক হচ্ছি না। কারন দেশের নাম ভারত।