ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

রাজনীতি

আগরতলায় হাইকমিশনে হামলা কূটনৈতিক ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি করবে: রব

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৭:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৩৭ অপরাহ্ন

mzamin

ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ধর্মীয় উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে আগুন দেয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করার নামান্তর। এই ধরনের মদদ প্রাপ্ত ও পূর্ব পরিকল্পিত হামলা দুই দেশের কূটনৈতিক ক্ষেত্রে অপ্রত্যাশিত ঝুঁকি সৃষ্টি করবে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। 
বিবৃতিতে আ স ম আবদুর রব বলেন, এটা ভারত এবং বাংলাদেশের স্বাধীন অস্তিত্বের প্রশ্নে উভয় দেশের জাতীয় নিরাপত্তার সাথে জড়িত। মনে রাখা দরকার রাজনীতিতে ঘৃণা বা উগ্রবাদের বিষ বাষ্প ছড়ানো কোনো দেশের জন্যই মঙ্গল বয়ে আনবে না। বাংলাদেশের জনগণের অভিপ্রায় ভিত্তিক সরকার বদলের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি ভারতের সরকার এবং জনগণ শ্রদ্ধাশীল থেকে দুই দেশের স্বাভাবিক সম্পর্ককে পুনর্জীবিত করতে সহায়ক হবেন বলেও আশা প্রকাশ করেন জেএসডি সভাপতি।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status