দেশ বিদেশ
মামলায় ‘ন্যায়বিচার’ পাওয়ার আশা আব্বাসের
স্টাফ রিপোর্টার
২ ডিসেম্বর ২০২৪, সোমবারআওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে লাখ লাখ মামলায় ‘ন্যায়বিচার’ প্রাপ্তির আশা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আজকে বিজয়ের প্রথম দিনে একটি বিজয়ের খবর আপনাদের দিতে চাই, সেটা হলো, আপনাদের মনে আছে ২১শে আগস্টে একটা গ্রেনেড হামলা হয়েছিল, সেই মামলায় যে তারেক রহমান সাহেব এর মধ্যে জড়িত ছিলেন না বিধায় তাকেসহ সকলকে খালাস দেয়া হয়েছে। আমরা বিগত দিনগুলোতে ন্যায়বিচার পাই নাই। আমি আজকে ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ পেলাম, ইনশাআল্লাহ সামনে আরও সুসংবাদ আমরা আশা করছি।
তিনি বলেন, ২১শে আগস্টের গ্রেনেড হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তি দ্বারা। সেই গ্রেনেড হামলায় কখনই বিএনপি জড়িত ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল, শুধু ফাঁসাতে চেয়েছিল না, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের ওপর ভিত্তি করে তাকে (তারেক রহমান) সাজাও দিয়ে দিয়েছিল, এই মামলায় আরও অনেককে সাজা দিয়েছিল, আজকে রায় দেয়া হয়েছে যে, তারেক রহমান সাহেব এর মধ্যে জড়িত ছিলেন না, তাকে খালাস দেয়া হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে সভায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নুরুল ইসলাম মনি, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।