বিনোদন
‘মাধ্যম নয় কাজটা গুরুত্বপূর্ণ’
স্টাফ রিপোর্টার
২ ডিসেম্বর ২০২৪, সোমবারজনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে শীর্ষ অভিনেত্রীর তকমা পেয়েছেন তিনি। যদিও নাটকে অভিনয় গত এক বছরে একেবারে কমিয়ে দিয়েছেন তিনি। কাজ করছেন সিনেমা ও ওটিটিতে। এরইমধ্যে তার অভিনীত ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ সিনেমা দুটি বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে। এসব জায়গায় প্রশংসিত হয়েছেন এতে মেহজাবীনের অভিনয়। এদিকে গতকাল একটি কোম্পানির লঞ্চিং অনুষ্ঠানে গুলশানের একটি হোটেলে মেহজাবীন চৌধুরী উপস্থিত হন। সেখানে ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন তিনি। তার কাছে প্রশ্ন ছিল নাটকে অভিনয় ছেড়ে এখন কি নিয়ে ব্যস্ততা চলছে তার? উত্তরে হেসে মেহজাবীন বলেন, আমি একদমই নাটক ছাড়িনি। নাটকে কাজ কমিয়ে দিয়েছি। গত ঈদেও আমার একটি নাটক প্রচার হয়েছে। সামনেও ‘বেস্টফ্রেন্ড’ নাটকের সিক্যুয়েলে দেখা যাবে আমাকে। তাছাড়া আপনারা জানেন আমার অভিনীত ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হচ্ছে। সামনেও হবে। এই নিয়ে বেশ ব্যস্ত
থাকতে হচ্ছে। মেহজাবীন আত্মবিশ্বাসের সুরে আরও বলেন, আমার কাছে মাধ্যম নয় কাজটা গুরুত্বপূর্ণ। ভালো কাজই মূল কথা। ভালো কাজ যেকোনো মাধ্যমেই হতে পারে। সামনেও হয়তো নাটকের দর্শকরা আমাকে পাবেন। ওটিটিতেও কাজ করতে পারি ভালো হলে। আর সিনেমা তো করছিই।