ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

রাজনীতি

স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আহ্বান গণতন্ত্র মঞ্চের

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৭:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। রোববার এক বিবৃতিতে মঞ্চের নেতারা এ আহ্বান জানান। 
নেতৃবৃন্দ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মত এই অন্তর্বর্তী সরকারের আমলেও ২৪-এর গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাইদের হত্যা মামলার আইনজীবী এডভোকেট রায়হান কবীরসহ অন্যান্য নেতৃবৃন্দের উপর এই হামলা অত্যন্ত ঘৃণ্য অপরাধ। অনুষ্ঠানে অতিথি হিসেবে আগত গণবুদ্ধিজীবী ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ট্রাস্টি নাহিদ হাসান নলেজ বাধা দিতে গেলে তার উপর অতর্কিত হামলা হয় যা অত্যন্ত ন্যাক্কারজনক। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচারদের পতনের পর যখন নতুন করে বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা যেখানে অত্যন্ত জরুরি ঠিক সে সময়ে  প্রশাসনের উপস্থিতিতে দলীয় কর্মসূচিতে হামলা গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য বিনষ্ট করার মত ঘৃণ্য কাজ।
নেতারা অবিলম্বে হামলায় জড়িত ব্যক্তিরা এবং যেসকল পুলিশ নিষ্ক্রিয় থেকে হামলা সংগঠিত করতে  সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের কুড়িগ্রামে কৃষক সমাবেশে জামায়াত ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ পুলিশের উপস্থিতিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দরা।
বিবৃতিদাতা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম  আব্দুর রব, নাগরিক ঐক্যৈর সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ,  গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status