ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

এফবিআই প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

mzamin

এবার নিজ প্রশাসনের এফবিআই প্রধানের নাম মনোনয়ন দিলেন মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে বেছে নেয়ার কথা জানিয়েছেন তিনি। শনিবার এক ঘোষণায় বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার রেইকে বিদায় করার ইঙ্গিত দিলেন ট্রাম্প। তার প্রথম মেয়াদে প্যাটেল জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার ভূমিকায় ছিলেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত থাকলেও তেমন আলোচনায় ছিলেন না তিনি। তবে ট্রাম্প ঘোষণা করার পর থেকেই প্যাটেলকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই জানতে চাইছেন এফবিআই প্রধান হিসেবে মনোনয়ন পাওয়া কে এই কাশ প্যাটেল?
অনলাইন এনডিটিভি জানিয়েছে, কাশ প্যাটেলের ডাক নাম হচ্ছে ক্যাশপ। তিনি ১৯৮০ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা উভয়ই ভারতের গুজরাটের বাসিন্দা ছিলেন। তবে প্যাটেলের ছোটবেলা কেটেছে পূর্ব আফ্রিকায়। তার শিক্ষা জীবন শুরু হয় পূর্ব আফ্রিকার লং আইল্যান্ডের গার্ডেন সিটি হাই স্কুল থেকে। 
প্রতিরক্ষা বিভাগের প্রোফাইল অনুযায়ী, নিউইয়র্কের রিচমন্ড ইউনিভার্সিটির মাধ্যমে প্যাটেল তার বিশ্ববিদ্যালয় জীবনের পাঠ শুরু করেন। এরপর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন ফ্যাকাল্টি অব ল থেকে আন্তর্জাতিক আইনের ওপর ডিগ্রি অর্জন করেন তিনি। নিজেকে হিন্দু ধর্মের একজন একনিষ্ঠ অনুসারী মনে করেন প্যাটেল। তিনি বলেন, ভারতের সঙ্গে সবসময়ই তার গভীর সম্পর্ক রয়েছে।
প্যাটেল একজন পাবলিক ডিফেন্ডার (আইনজীবী) হিসেবে তার কর্মজীবন শুরু করেন। হত্যা, মাদক-পাচারসহ ফেডারেল আদালতে জুরি ট্রায়ালে আর্থিক অপরাধের মতো জটিল সব মামলা নিয়ে লড়াই করেছেন তিনি। প্রতিরক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ক্রিস্টোফার মিলারের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৪৪ বছরের প্যাটেল।
তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে প্রেসিডেন্টের উপ-সহকারী এবং জাতীয় নিরাপত্তা পরিষদে কাউন্টার টেরোরিজমের (সিটি) সিনিয়র পরিচালক হিসেবে কাজ করেছেন। তখন ট্রাম্পের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন প্যাটেল। যার মধ্যে রয়েছে ‘আইএসআইএস’ এবং ‘আল-কায়েদার’ নেতৃত্ব নির্মূল করা। সেসময় বেশ কয়েকজন মার্কিন জিম্মিকে নিরাপদ প্রত্যাবাসনের ক্ষেত্রেও জোরালো ভূমিকা রেখেছিলেন তিনি। 
হোয়াইট হাউসে ট্রাম্পের প্রথম মেয়াদে কাশ প্যাটেল একজন বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন। প্যাটেলের বিরুদ্ধে অনুমোদন ছাড়াই গোপনে ইউক্রেনের সঙ্গে কাজ করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তা সত্ত্বেও ট্রাম্প এফবিআই প্রধান হিসেবে কেন কাশ প্যাটেলকেই বেছে নিতে চাচ্ছেন তা নিয়ে রয়েছে গুঞ্জন। প্যাটেলের মনোনয়নে সিনেটে ডেমোক্রেটদের কাছ থেকে কিছুটা বিরোধিতা আসতে পারে। এমন কী, কয়েকজন রিপাবলিকান সিনেটরও আপত্তি জানাতে পারেন। তবে বেশ কয়েকজন প্রভাবশালী রিপাবলিকান নেতার কাছ থেকে সরাসরি সমর্থন পেয়েছেন তিনি, যাদের মধ্যে অন্যতম হলে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন।
 

পাঠকের মতামত

এইডা এটা সার্বজনীন সত্য।

fokrul Islam
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২:৫৮ অপরাহ্ন

পূর্ব ও পশ্চিম ভারত বিশ্বজুড়ে সেরা।

fokrul Islam
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১২:২০ অপরাহ্ন

এইডা কোন কথা!?

বিবেক
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১২:১৭ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status