ঢাকা, ১২ জুলাই ২০২৫, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

দুর্নীতির দায়ে গ্রেফতার তিন সাবেক প্রোটিয়া ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

(৭ মাস আগে) ৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫২ অপরাহ্ন

mzamin

দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দক্ষিন আফ্রিকার তিন সাবেক ক্রিকেটারকে। গ্রেফতারকৃরা হচ্ছেন আইসিসির একদিনের সাবেক শীর্ষ বোলার লনওয়াবো সতসবে, উইকেটরক্ষক ব্যাটার সলেকিলে ও মিডিয়াম পেসার ইথি এমবালাতি। 

ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে ২০০৪ সালের দূর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিপিসিআইয়ের (ডিরেক্টর ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন) তদন্তের প্রেক্ষিতে এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। শুক্রবার ডিপিসিআইয়ের ন্যাশনাল হেড জেনারেল গডফ্রে লেবেয়া বলেন, ‘সমাজের যেকোনো ক্ষেত্রে ন্যায্যতা ও পেশাদারত্বের মূল্যবোধ রক্ষার জন্য ডিপিসিআই সবসময় দৃঢ়প্রতিজ্ঞ। দুর্নীতি খেলাধুলার অখণ্ডতাকে ক্ষুণ্ণ করে। সহযোগিতা এবং প্রতিশ্রুতির জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে আমরা ধন্যবাদ জানাই।’
এর আগে ঘরোয়া ক্রিকেটের ২০১৫-১৬ মৌসুমে টি-টোয়েন্টি টুর্নামেন্ট রাম স্লাম চ্যালেঞ্জে ম্যাচ ফিক্সিংয় চেষ্টার অপরাধে ৭ ক্রিকেটারকে ভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। যার মধ্যে ছিলেন গ্রেফতারকৃত এই তিন ক্রিকেটারও।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status