ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের মাঠে বিএনপি

জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া থেকে
৩০ নভেম্বর ২০২৪, শনিবারmzamin

ব্রাহ্মণবাড়িয়ায় সক্রিয় বিএনপি’র মনোনয়নপ্রার্থীরা। ভোটের মাঠের নানা অনুষ্ঠানে তাদের সরব উপস্থিতি যেন নির্বাচনের আগমনী বার্তা দিচ্ছে। শুক্র-শনিবার সপ্তাহের এ দু’দিন কতো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তার ইয়ত্তা নেই। এক অনুষ্ঠান থেকে আরেক অনুষ্ঠানে। এক এলাকা থেকে আরেক এলাকায়। 

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে দলের মনোনয়ন পেতে মাঠে কাজ করছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য এডভোকেট কামরুজ্জামান মামুন। তিনি এর আগে ১৯৯১ সালে দলের মনোনয়ন পেয়েছিলেন। প্রতীক বরাদ্দের পর ওই নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয় তাকে। তিনি নাসিরনগর বিএনপি’র দু’বারের সাধারণ সম্পাদক। এ ছাড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক এবং সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি হওয়ার আগে দু’বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এডভোকেট কামরুজ্জামান মামুন জানান, প্রতিদিনই এলাকায় গণসংযোগ করছেন। দলের কর্মসূচি, সামাজিক অনুষ্ঠান এবং ওয়াজ মাহফিলগুলোতেও যাচ্ছেন। সর্বোপরি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসারে নানারকম ষড়যন্ত্র প্রতিহতে, এলাকার শান্তিশৃঙ্খলার জন্যে কাজ করছেন। তিনি ছাড়াও উপজেলা বিএনপি’র সভাপতি এমএ হান্নান, জেলা বিএনপি’র সদস্য শফিকুল ইসলাম মনোনয়নপ্রত্যাশী। এর আগে ২০০৮ এবং ২০১৮ সালে এই আসনে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বিশিষ্ট শিল্পপতি সৈয়দ এ কে একরামুজ্জামান। দুটো নির্বাচনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হন। ২০২৪ সালের নির্বাচনে দলের চেয়ারপারসনের উপদেষ্টার পদে থেকে স্বতন্ত্র মনোনয়ন সংগ্রহ করেন। নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগে যোগ দেন। তিনি আবার বিএনপিতে ফিরতে পারেন এমন কানাঘুষা রয়েছে। 

বিএনপি’র আসনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে জোরেসোরে প্রচারণা চালাচ্ছেন বিএনপি’র সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রায় প্রতি সপ্তাহেই নির্বাচনী এলাকার ২ উপজেলায় তার কর্মসূচি রয়েছে। তবে তিনি বহিরাগত বলে সুর তুলেছেন স্থানীয় বিএনপি নেতারা। রুমিন ফারহানাও এর কড়া জবাব দিচ্ছেন। তিনি ছাড়াও এই আসনে দলের মনোনয়ন পেতে কাজ করছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ শামীম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট আবদুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, জেলা বিএনপি’র সদস্য আহসান উদ্দিন খান শিপন। 

জেলার সদর আসন ব্রাহ্মণবাড়িয়া-৩। ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে এ আসন। ৫বার এই আসনের এমপি ছিলেন বিএনপি’র প্রবীণ নেতা, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী এডভোকেট হারুন আল রশিদ। বর্তমানে মাঠে রয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ২০১৮ সালের নির্বাচনে দলের প্রার্থী ছিলেন তিনি। সে সময় তার বাড়িতে হামলা হয়। ভাঙচুর করে আগুন দেয়া হয়। ভাঙচুর করা হয় তার গাড়িও। ২০১৪ ও ২০২৪ সালে দলের সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে দূরে থাকেন। এখন প্রতি সপ্তাহে ২-৩ দিন এলাকায় নানা কর্মসূচিতে  যোগ দিচ্ছেন। এই আসনে মনোনয়নে তার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, জনগণের রায়ই আসল রায়। বিএনপি ফাঁকা মাঠে গোল দেবে আমরা প্রত্যাশা করি না। আমি জনগণের দুয়ারে যাচ্ছি। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। 

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে দলের মনোনয়ন আলোচনা এখন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভূঁইয়াকে কেন্দ্র করেই। নির্বাচনী এলাকার দুই উপজেলা কসবা ও আখাউড়ায় দল গোছানোর কাজ করছেন তিনি। এরইমধ্যে আখাউড়ার সম্মেলন হয়েছে। আজ শনিবার হচ্ছে কসবার সম্মেলন। কবির আহমেদ ভূঁইয়া বলেন, নির্বাচনের জন্যে আমি কসবা ও আখাউড়ায় কাজ করছি। আমি সাবেক আইনমন্ত্রীর নির্যাতনের শিকার। আমাকে গুম করা হয়েছিল। আমি শারীরিকভাবে নির্যাতিত। বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার। এই প্রতিকূল পরিবেশের মধ্যেও দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছি। নির্বাচন হলে আমি অবশ্যই ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী। আমি সবসময় জনগণের পাশে ছিলাম। করোনাকালে মানুষকে বিভিন্নভাবে সাপোর্ট দেয়ার চেষ্টা করি। প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে কাজ করার অভিজ্ঞতা হচ্ছে আমার। আমার প্রতি মানুষের সাড়া রয়েছে। আমি বিশ্বাস করি আমাকে যদি মনোনয়ন দেয়া হয় ইনশাআল্লাহ আমি রেকর্ডসংখ্যক ভোট পেয়ে জয়ী হবো। গত ১৫/১৬ বছরে এই আসনে দলের আর কাউকে দেখিনি। ২০০১ সালের নির্বাচনে বিএনপি’র প্রার্থী হিসেবে এই আসনে জয়ী সাবেক সচিব মুশফিকুর রহমানের নামও আলোচনায় রয়েছে। গত ২১শে সেপ্টেম্বর তিনি নির্বাচনী এলাকার দুই উপজেলায় গণসংযোগ করেন। মুশফিকুর রহমান বলেন, আমি প্রস্তুত আছি। নির্বাচন করার ইচ্ছে আছে আমার। 

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে তৎপর দলের সাবেক প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মো. সায়েদুল হক সাঈদ, কেন্দ্রীয় কৃষক দল নেতা তকদীর হোসেন মো. জসিম, জেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট আবদুল মান্নান ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ। তাদের মধ্যে কাজী নাজমুল হোসেন তাপস এই আসনের সাবেক ৪ বারের এমপি, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা কাজী মো. আনোয়ার হোসেনের ছেলে। তাপস জানান, গত ২৭শে সেপ্টেম্বর সলিমগঞ্জে  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্যে কয়েক হাজার লোকের উপস্থিতিতে দোয়া ও আলোচনা সভা করেছি। এরপর ৭ই নভেম্বরে বড় আয়োজন ছিল, কোকো ফুটবল টুর্নামেন্ট করেছি। ২০০৮ সালের নির্বাচনে তার পিতা কাজী আনোয়ার দলের মনোনয়ন পেয়েছিলেন। পিতার মৃত্যুর পর রাজনীতিতে আসা তাপস প্রথম মনোনয়ন পান ২০১৮ সালে। মো. সায়েদুল হক সাঈদ গত ১৭ই নভেম্বর তার নিজ ইউনিয়ন বড়াইলে এক বড় সমাবেশ করে দলের মনোনয়ন চাওয়ার ইচ্ছে ব্যক্ত করেন। এরপর থেকে নানা কর্মসূচিতে সরব সাঈদ। এর আগে ২০১৮ সালে দলের মনোনয়ন পেয়েছিলেন তিনি। বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ১৯৯৬ সালে এই আসনে বিএনপি’র প্রার্থী তকদীর হোসেন মো. জসীম এবার দলের মনোনয়নপ্রার্থী। সম্প্রতি বাঞ্ছারামপুর বিএনপি’র সম্মেলন থেকে ফেরার পথে তার ওপর হামলা হয়। গুরুতর আহত হন তিনি। জেলা বিএনপি’র আহ্বায়ক আবদুল মান্নানও মনোনয়নপ্রত্যাশী। তিনিও ছুটছেন ইউনিয়নে ইউনিয়নে। আবদুল মান্নান বলেন, সারা নবীনগর ঘুরেছি। সবাই তো বলে আমিই একমাত্র প্রার্থী। এডভোকেট মান্নান ২৫ বছর ধরে নবীনগর বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি জেলা আইনজীবী সমিতিরও সভাপতি-সাধারণ সম্পাদক ছিলেন। কৃষক দল নেতা  কে এম মামুন অর রশিদ বলেন, কৃষক দল থেকে কুমিল্লা অঞ্চলে আমিই একমাত্র মনোনয়নপ্রার্থী। নবীনগরের প্রত্যেক ইউনিয়নে কৃষকদের নিয়ে সমাবেশ করছি। ৬টি ইউনিয়ন রয়েছে আমার নিজের। 
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে সাবেক সংসদ সদস্য আবদুল খালেক মনোনয়নপ্রার্থীদের অন্যতম। ২০০৮ ও ২০১৮ সালে দলের প্রার্থী ছিলেন তিনি। আবদুল খালেক বলেন, তার মতো জনপ্রিয়তা আর কারও নেই। নাইনটি নাইন পার্সেন্ট পপুলারেটি রয়েছে আমার। দলের বড় বড় সমাবেশ, মিটিং-মিছিল করছি এলাকায়। তিনি ছাড়াও কেন্দ্রীয় কৃষক দল নেতা মেহেদী হাসান পলাশ, কেন্দ্রীয় বিএনপি নেতা রফিক সিকদার মনোনয়নপ্রত্যাশী। সম্প্রতি এই উপজেলার বিএনপি’র সম্মেলন নিয়ে খালেক ও মেহেদীর গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৫০ জন আহত হয়। আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করতে হয় উপজেলা সদরে। পরে এক গ্রামে সম্মেলন সম্পন্ন হয়।   

জেলা বিএনপি’র সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, জেলার ৬টি আসনের মধ্যে ৪টি আসনে আমাদের দলের একাধিক মনোনয়নপ্রার্থী রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর এবং কসবা-আখাউড়ায় একজন করে। সদরে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, কসবা-আখাউড়ায় কবির আহমেদ ভূঁইয়া। সদরে বিগত দু’টি নির্বাচনে স্বৈরাচারের দোসররা শ্যামলের বিজয় ছিনিয়ে নিয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

#শ্যামলভাইজিন্দাবাদ

রিফাত বিন মিজান
২ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৯:২৩ পূর্বাহ্ন

নবীনগর মাটি কাজী নাজমুল হোসেন তাপস ভাইয়ের ঘাঁটি

MD Kamal Hussain
২ ডিসেম্বর ২০২৪, সোমবার, ১২:৪৮ পূর্বাহ্ন

Inshallah Rumin Farhana

Engr. Md Nasir Uddin
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ৭:২০ অপরাহ্ন

নবীনগরে প্রার্থী যারা কাজী নাজমুল হোসেন তাপস ভাই সবার সেরা।

Rubel miah
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ৩:৫৭ অপরাহ্ন

ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া ০৫ (নবীনগর) সংসদীয় আসনে ধানের শীষের কান্ডারী প্রিয় নেতা Kazi Nazmul Hossain ভাই।

মো:দিপু
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ৩:৫৪ অপরাহ্ন

কাজী নাজমুল হোসেন তাপস ভাই ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর সবার সেরা

Yeasin Ahmed
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ৩:২৪ অপরাহ্ন

নবীনগর ৫ এর জনাব কাজী আনোয়ার হোসেন, যতটুকু মনে পরে, আমার স্মৃতি যদি ভুল না হয়ে থাকে, তিনি তো জাতীয় পাটির এমপি ছিলেন। কিভাবে উনার ছেলে মনোনয়ন আশা করে। আমার কাছে মনে হয় এডভোকেট মান্নান সাহেবকে মনোনয়ন দেয়া সঠিক হবে।

আবদুল নাইম
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ২:২৬ অপরাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status