ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ অপরাহ্ন

mzamin

খেলার মাঠে মৃত্যু নতুন ঘটনা নয়। তবে এবার এক অধিনায়ককে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখলো দর্শকেরা। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লীগ এএস ট্রফিতে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এলবিএডি একাদশ ও ইয়ং একাদশ। মহারাষ্ট্রের গারওয়ার স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা এলবিএডি একাদশকে পরপর কয়েক চারের মারে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক ইমরান প্যাটেল। কিন্তু কে জানতো মৃত্যু তার এতো কাছে!

ষষ্ঠ ওভারের শেষ দুই বলে চার মেরে এই ওপেনার দলকে পৌঁছে দেন ৪৫ রানে। পরপর দুই বলে চার মারা ইমরানের সতীর্থরা যখন আনন্দিত, মাঠে থাকা প্যাটেল অসুস্থ বোধ করতে শুরু করেন। অসুস্থতা না কমায় ইমরান আম্পায়ারকে গিয়ে জানান, তার ঘাড় ও হাতে ব্যথা করছে। ওষুধ খাওয়ার জন্য আম্পায়ারের কাছ থেকে বাইরে যাওয়ার অনুমতিও নেন তিনি। আম্পায়ার তাকে অনুমতি দিয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। তিনি যখন মাঠ ছাড়ছেন তখন তার নামের পাশে লেখা ১৮ বলে ৩ চারে অপরাজিত ২২ রান, সেটিই তার জীবনের শেষ স্কোর।

কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার সময় বাউন্ডারির কাছে গিয়েই লুটিয়ে পড়েন ইমরান। এ সময় দৌড়ে সাহায্যের জন্য এগিয়ে যান অন্য খেলোয়াড়েরা। জরুরিভিত্তিতে প্যাটেলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চেষ্টা করেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি তাকে। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে অন্যলোকে পাড়ি জমান উদীয়মান এই ক্রিকেটার। প্যাটেলের মৃত্যুতে স্থগিত হয়ে যায় ম্যাচ। 
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status