ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

বিবিধ

স্বল্প বাজেটে অ্যানিমেশন তৈরি, সফল মেহেদী হাসান

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:২৫ পূর্বাহ্ন

mzamin

বলিউড কিংবা হলিউডের কোটি টাকা বাজেটের অ্যানিমেশন মুভি নয়, বরং বাংলাদেশের তরুণদের হাতে তৈরি স্বল্প বাজেটের অ্যানিমেশন সিরিজ এখন কোটি টাকার কাজের সঙ্গে পাল্লা দিচ্ছে। সৃজনশীলতা আর অদম্য ইচ্ছাশক্তির মিশেলে তৈরি হওয়া এই অ্যানিমেশনগুলো দর্শকদের মুগ্ধ করছে। এমনই একটি অনন্য উদ্যোগের পথিকৃৎ হলেন তরুণ অ্যানিমেটর মেহেদী হাসান, যিনি জেএস মেহেদী নামেও পরিচিত। তার চ্যানেল কমন টিভি বাংলাদেশের অ্যানিমেশন জগতে নতুন মাত্রা যোগ করেছে।
কমন টিভির পথচলা শুরু হয়েছিল সীমিত বাজেটে, তবে এর গুণগত মান ভালো হওয়ায় সফলতার দেখা পেয়েছে দ্রুতই। বড় বাজেট ছাড়াও গল্প বলার দক্ষতা এবং সৃজনশীলতার মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া সম্ভব তার প্রমাণও হয়েছে। তার সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত দুটি সিরিজ হল ‘বোকা বাঘ ও চালাক হরিণ’ এবং ‘ভাগের বউ মানুষ’।
মেহেদী হাসান মনে করেন, দেশীয় গল্প এবং সংস্কৃতির মাধ্যমে বিশ্বমানের অ্যানিমেশন তৈরি করা সম্ভব। তিনি বলেন, “আমাদের গল্পগুলোতে এমন জাদু রয়েছে, যা সঠিক উপস্থাপনার মাধ্যমে বিশ্ব মঞ্চে স্থান করে নিতে পারে। অ্যানিমেশন সেক্টরকে ছোট করে দেখার সুযোগ নেই। এটি এখন শুধু বিনোদনের নয়, অর্থনৈতিক উন্নতির একটি বড় মাধ্যম।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status