বিবিধ
নারী উদ্যোক্তা রিমঝিমের ব্র্যান্ড ‘ঈমান’
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১২:৩২ অপরাহ্ন
বাংলাদেশের নারী উদ্যোক্তাদের মধ্যে একজন উম্মে ফাতিমা রিমঝিম। অনলাইনে ব্যাবসা শুরু করেন মাত্র ২০,০০০ টাকা পুঁজি নিয়ে। যাত্রা শুরু হয় রিমঝিমের ব্রান্ড ‘ঈমান’র। আবায়া, হিজাব এবং শালীন পোষাক নিয়ে কাজ করছে ঈমান। রিমঝিমের চাওয়া সৃজনশীল ও মানসম্মত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া।
রিমঝিম পড়াশোনার পাশাপাশি নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে প্রথমে ২০২১ সালে ফেসবুক পেজ খোলেন। রিমঝিম বলেন, ডিজাইনগুলো ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে। প্রতিটি আবায়ায় ইউনিক ডিজাইন এবং মানসম্মত ফেব্রিক ক্রেতাদের সন্তুষ্টি এনে দেয়।
ধীরে ধীরে ব্যবসার পরিসর বাড়াতে তিনি তার বিনিয়োগ ২০ হাজার থেকে দুই লাখ টাকায় উন্নীত করেন। রিমঝিম জানান, ‘ঈমান’ এর সকল পণ্য তৈরি হয় নিজস্ব কারখানায়, যেখানে স্টিচিং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত সর্বোচ্চ যত্ন নেয়া হয়। ক্রেতারা এখানে সাধারণ সাইজ ছাড়াও কাস্টমাইজ সাইজের সুবিধা পান, যা তাদের বাড়তি ঝামেলা থেকে মুক্তি দেয়।
বর্তমানে ঈমানের কারখানায় কাজ করছেন ২০ জনেরও অধিক দক্ষ শ্রমিক ও কারিগরেরা। এদের পাশাপাশি ডিজাইনার, ম্যানেজার এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে জড়িত অসংখ্য মানুষ একত্রে কাজ করছেন।
বাংলাদেশ ছাড়াও ঈমানের পণ্যের চাহিদা এখন দেশের বাইরেও। মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকাতেও তার পণ্য যাচ্ছে। দক্ষিণ বনশ্রীতে প্রথম শোরুমের সফলতার পর আরও কয়েকটি শোরুম চালু করার প্রস্তুতি চলছে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রিমঝিম বলেন, আমার স্বপ্ন, ঈমান যেন শুধু একটি ব্র্যান্ড নয়, বরং সব নারীর আস্থার প্রতীক হয়ে উঠে।