ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বিবিধ

ইংরেজিতে দক্ষতা অর্জনের লক্ষ্যে চালু হলো ‘পারলো’

স্টাফ রিপোর্টার

(৭ মাস আগে) ২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ৭:৩৬ অপরাহ্ন

mzamin

ইংরেজি ভাষা শেখা আরও সহজ ও উপভোগ্য করে তুলতে দেশে চালু হলো ‘পারলো’ অ্যান ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাপ। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানো জানানো হয়, পেশাগত ক্ষেত্রে ব্যক্তিগত উন্নতি চাইলে ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিকভাবে প্রচলিত ভাষাটি শেখার ক্ষেত্রে বাধা-বিপত্তি দূর করবে পারলো। দক্ষ জনবল তৈরিতে শিক্ষাগত যে দূরত্ব, তা পূরণ করে বিশ্ববাজারের জন্য দক্ষ পেশাজীবীও তৈরিতে সহায়তা করবে অ্যাপটি। অ্যাপটির কনটেন্ট লেখা ও ভিডিও তৈরির সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাজ্যের ইংরেজি শিক্ষকরা। তাদের এই প্রচেষ্টা ইংরেজি ভাষা শেখার বিষয়টিকে উপভোগ্য ও কার্যকর করে তুলবে। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন এডটেক এক্সপার্ট ও পারলোর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ক্রেগ মাহোনি। তিনি বলেন, প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে বের করে আনতে সবার জন্য কথোপকথনের উপযোগী ইংরেজি সহজলভ্য করতে চায় পারলো। এডটেক এক্সপার্ট এবং পারলোর প্রডাক্ট ও কনটেন্ট বিভাগের প্রধান ক্যারোলিন এভারার্ড বলেন, যুক্তরাজ্যের ইংরেজি শিক্ষকদের তৈরি কনটেন্টগুলো যেকোনো শ্রেণির শিক্ষার্থীরা বুঝতে পারবে। সাফল্য লাভের পথে ভাষা কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পারলোর বাংলাদেশ পার্টনার মো. সেলিম (এফসিএমএ); মো. কাউসার আলম এফসিএস, এফসিসিএ, এফসিএমএ, এসিএ, গ্রুপ প্রধান ফাইন্যান্স কর্মকর্তা, সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড; ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ বিভাগের অধ্যাপক ড. নিখিল চন্দ্র শীল (এফসিএমএ); শান্তা অ্যাসেটের ভাইস চেয়ারম্যান আরিফ খান (সিএমএ, এফসিএমএ); লিভারঅ্যানগিয়ার লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম (এফসিএমএ) ও বাটা বাংলাদেশের ফাইন্যান্স পরিচালক ইলিয়াস আহমেদ (এফসিএমএ) প্রমুখ।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নির্বাহী পরিষদ/ সভাপতি মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সাধারণ সম্পাদক এ এম শামীম নির্বাচিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status