বিবিধ
মহাখালী কিচেন মার্কেটে প্লাস্টিক দূষণ মোকাবিলায় ক্লিনআপ কার্যক্রম পরিচালনা করল DoE ও ইউনিডো
(২ মাস আগে) ২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১২:৫৯ অপরাহ্ন
পরিবেশ অধিদপ্তর (উড়ঊ) জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো)-এর কারিগরি সহায়তা এবং বাংলাদেশে অবস্থিত নরওয়ের দূতাবাসের আর্থিক সহায়তায় ঢাকার মোহাখালী কিচেন মার্কেটে একটি ক্লিনআপ এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে। এই কার্যক্রমের লক্ষ্য ছিল একক-ব্যবহারযোগ্য প্লাস্টিকের (SUP) পরিবেশ ও স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং টেকসই বিকল্প গ্রহণে উৎসাহিত করা।
অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ বক্তাদের মধ্যে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের (MoEFCC) অতিরিক্ত সচিব জনাব তপন কুমার বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের বর্জ্য ও রাসায়নিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মিসেস রজিনারা বেগম, ইউনিডো-এর জাতীয় প্রকল্প সমন্বয়কারী জনাব সত্য ভট্টাচার্য, কিচেন মার্কেট কমিটির সভাপতি এবং ইউ ঈখঊঅঘ ও স্থানীয় সম্প্রদায়ের অতিরিক্ত প্রতিনিধিরা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব তপন কুমার বিশ্বাস বলেন, “প্লাস্টিক দূষণ একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এই কার্যক্রম আমাদের সবার মধ্যে অংশীদারিত্ব এবং টেকসই অভ্যাস গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
পরিবেশ অধিদপ্তরের বর্জ্য ও রাসায়নিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মিসেস রজিনারা বেগম বলেন, “একক-ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব অত্যন্ত গভীর। এই ধরনের কার্যক্রম মানুষকে সচেতন হতে এবং আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে টেকসই বিকল্প গ্রহণে উৎসাহিত করে।”
ইউনিডো-এর জাতীয় প্রকল্প সমন্বয়কারী জনাব সত্য ভট্টাচার্য বলেন, “প্লাস্টিক দূষণের সমস্যা আলাদাভাবে সমাধান করা সম্ভব নয়। স্থানীয় সম্প্রদায় ও বাজারের অংশীদারদের সাথে একযোগে কাজ করার মাধ্যমে আমরা 'কমাও, পুনর্ব্যবহার করো, পুনরায় ব্যবহার করো' মডেলকে শক্তিশালী করতে পারি এবং বাংলাদেশের জন্য টেকসই উন্নয়নের পথ তৈরি করতে পারি।”
এই কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ, বর্জ্য ফেলার জন্য ডাস্টবিন স্থাপন, এবং সঠিকভাবে প্লাস্টিক ফেলার জন্য উৎসাহ প্রদানকারী স্থায়ী নোটিশ বোর্ড স্থাপন করা হয়। BD CLEAN এবং Garbageman-এর মতো কমিউনিটি-ভিত্তিক সংগঠনগুলো ক্লিনআপ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয় এবং বাজারের বিক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে টেকসই অভ্যাস প্রচারে সহায়তা করে।
এই উদ্যোগটি বাংলাদেশে টেকসই প্লাস্টিক ব্যবহারের প্রতি সমন্বিত দৃষ্টিভঙ্গি এবং সামুদ্রিক বর্জ্য প্রতিরোধ প্রকল্পের অংশ, যা ভোক্তা সচেতনতা এবং কমিউনিটি অ্যাকশনের উপর বিশেষ গুরুত্ব দেয়। স্কুল, কিচেন মার্কেট এবং মাছ ধরার সম্প্রদায় জুড়ে পরিচালিত ১৪টি ক্লিনআপ কার্যক্রমের সাফল্যের ভিত্তিতে এই ইভেন্টটি স্থানীয় অংশীদারদের মধ্যে টেকসই অভ্যাস গড়ে তোলার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়।
পরিবেশ অধিদপ্তর (DoE) এবং স্থানীয় সম্প্রদায়কে সহায়তা প্রদানের মাধ্যমে প্লাস্টিক দূষণ মোকাবিলা এবং একটি পরিচ্ছন্ন, সবুজ বাংলাদেশের পথ সুগম করতে ইউনিডো এবং নরওয়ের সরকার তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।