ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

বিবিধ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা এবং পাওয়ার্ড বাই রুচি

(১ মাস আগে) ২০ নভেম্বর ২০২৪, বুধবার, ৫:২০ অপরাহ্ন

প্রথমবারের মতো ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা, সাথে পাওয়ার্ড বাই রুচি। আজ ২০ নভেম্বর, মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস কনফারেন্সের মাধ্যমে এই সংবাদ জানানো হয়। তাই এই সিরিজের নাম, “সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অফ বাংলাদেশ ২০২৪ পাওয়ার্ড বাই রুচি” রাখা হয়েছে। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদীন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের হেড কাজী হাবিবুল বাশার সুমনসহ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর হেড অফ মার্কেটিং ডক্টর জেসমিন জামান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর হেড অফ মার্কেটিং মোঃ ইমতিয়াজ ফিরোজ এবং মিডিয়াকম লিমিটেড-এর সিইও অজয় কুমার কুন্ডু।

প্রেস কনফারেন্সে বিসিবির প্রতিনিধিবৃন্দ সিরিজের পৃষ্ঠপোষকতা করার জন্য সেনোরা ও রুচি-কে ধন্যবাদ জানান। এই সিরিজ আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্র্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগ্রহ ও মাননীয় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান। এছাড়াও, তারা কীভাবে স্টেকহোল্ডারদের নিবিড় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে পুরো সিরিজটি সফলভাবে সম্পন্ন হবে তা ব্যাখ্যা করেন।

উপস্থিত সেনোরা-র প্রতিনিধি বিসিবি-কে ধন্যবাদ জানিয়ে দেশের নারী ক্রিকেট উন্নয়নে তাঁদের সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিনের মাধ্যমে দেশের সকল নারীর পিরিয়ডকালীন হাইজিন নিশ্চিত করার আশাও ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসবেন আইরিশ নারীরা। এই সিরিজের প্রথম ওয়ানডে ২৭ নভেম্বর। এবং  পরের দু’টি যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়াও ৫, ৭ ও ৯ ডিসেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি। ম্যাচগুলো সরাসরি টি-স্পোর্টসে দেখা যাবে।

                                                              

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status