ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

তুলসি গ্যাবার্ডকে গোয়েন্দা প্রধান করলেন ট্রাম্প

মানবজমিন ডিজিটাল

(৩ সপ্তাহ আগে) ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৫:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৪ অপরাহ্ন

mzamin

মার্কিন প্রেসিডেন্ট পদে ফের নির্বাচিত হয়েই বিভিন্ন দফতর ঢেলে সাজাতে শুরু করেছেন ডনাল্ড ট্রাম্প। তার বিশেষ নজর রয়েছে প্রতিরক্ষা বিভাগে। এবার আমেরিকার গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন তুলসি গ্যাবার্ড। কংগ্রেসের প্রথম 'হিন্দু' সদস্য তুলসি। এক সময় ডেমোক্র্যাট নেত্রী হিসাবে পরিচিত ছিলেন তিনি। কিন্তু পরে হাত ধরেন রিপাবলিকান দলের। এবার ট্রাম্প সরকারের দ্বিতীয় মেয়াদে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেলেন তুলসী। একদিকে যেমন চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, অন্যদিকে আরব দুনিয়াও উত্তাল। এই পরিস্থিতিতে দেশের গোয়েন্দা প্রধান হিসেবে এমন একজনকে বেছে নিয়েছেন যিনি গোয়েন্দা বিভাগে ভয়ডরহীন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন বলে মনে করেন ট্রাম্প। দু'দশকেরও বেশি সময় মার্কিন সেনায় ছিলেন তুলসি। আর্মি ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন। মোতায়েন ছিলেন ইরাক ও কুয়েতে। ২০০৫ সালে ‘কমব্যাট মেডিক্যাল ব্যাজ’ পেয়েছিলেন। তবে অতীতের জাতীয় গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের মতো সেই ক্ষেত্রে তার বিশেষ অভিজ্ঞতা নেই। সরকারে কোনও শীর্ষস্থানীয় পদেও ছিলেন না। ‘হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটি’-তে দু'বছর ছিলেন।  ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়েও নেমেছিলেন তুলসী। মূলত প্রগতিশীল মনোভাব এবং বিদেশি সামরিক সংঘাতে আমেরিকার যুক্ত যাওয়ার বিরোধিতা করেছিলেন। পরে অবশ্য প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে গিয়েছিলেন। সমর্থন করেছিলেন জো বাইডেনকে। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পাশেই প্রথম থেকে ছিলেন তুলসি। নির্বাচনের আগেই রিপাবলিকান হয়ে যান তিনি। ট্রাম্প মনে করেন, তুলসির যে ভয়ডরহীন মানসিকতা রয়েছে তা দেশের গোয়েন্দা বিভাগকে অনেক বেশি সমৃদ্ধ করবে। তুলসিকে এই পদের দায়িত্ব দিয়ে তিনি বলেছেন, ‘প্রত্যেক আমেরিকানের জন্য লড়াই করেছেন তুলসি। দেশের জন্য অনেক কিছু করেছেন এই সত্যিকারের রিপাবলিকান। তুলসির জন্য আমরা গর্বিত।’ আমেরিকার হবু প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে তুলসি বলেন, ‘আমেরিকার জনগণের নিরাপত্তা, সুরক্ষা ও স্বাধীনতা রক্ষার জন্য আপনার মন্ত্রিসভার সদস্য হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি ধন্য। এই সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’

সূত্র : ফার্স্টপোস্ট

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status