ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

রাজনীতি

লন্ডনে জামায়াতের আমীর

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি কোনো মৌলবাদী মুসলমান নই

আরিফ আল মাহ্ফুজ, লন্ডন থেকে

(৩ সপ্তাহ আগে) ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১১ অপরাহ্ন

mzamin

‘তাদেরকে বার বার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য'-বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান। বুধবার লন্ডনে একটি স্থানীয় হলে বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই)-এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন।

বিবিসিসিআই -এর প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন , আমি কোনো মৌলবাদী মুসলমান নই  আর আমি কোনো মৌলবাদী না এবং মৌলবাদী কোনো খারাপ জিনিস নয়।  মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকবে না মূল আমাদের লাগবে তবে যে সেন্সে মৌলবাদ স্টিগমাটা দেয়া হয় আমি ওই মৌলবাদী মুসলমান না। আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা  পছন্দ করিনা কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।  ভুল মানুষই করে , দুর্নীতিও মানুষ করতে পারে।  ভুল যে করবে সে ক্ষমা চাইবে , দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। ন্যায় বিচারের মাধ্যমে সে শাস্তি পাবে কোনো অবিচার করে নয়। কারো উপরে জুলুম করে নয়। বার বার তাদের  গালি দিতে হবে আমি এটাকে ভালো মনে করি না। এজন্য আমি বলবো অতীতে যারা রাজনীতি করে গেছেন তারা ভুল করুক আর শুদ্ধ করুক তারাতো করে গেছেন ,এখন আমরা কি করবো সেটা ভাবি।  শুধু তাদের পেছনে পড়ে থাকলে আমাদের লাভ কী হবে? তারা যা করেছেন এর সাক্ষী জাতি হয়ে গেছে। জাতি বিচার করবে তাদের কী করবে না করবে।  এখন কথা হলো জাতির জন্য আমরা কী করবো ?

তিনি আরো বলেন, আমরা জামায়াতে  ইসলামের পক্ষ থেকে নয় একটি পলিটিক্যাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে বলছি যে, এমন একটি বাংলাদেশ চাই , ধর্ম বর্ণ , দল-মত কোনো কিছুতেই ডিসপ্যারিটি থাকবে না, তা উচিত নয়। একজন নাগরিক জন্ম নেয়ার পর সে কোন ধর্মের কোন বর্ণের তা বিবেচ্য বিষয় নয় তবে ভাবতে হতে সে বাংলদেশি নাগরিক, এটাই তার বড় পরিচয়।

আমি বার বার একটি কথা বলে আসছি যদি মসজিদ পাহারা দেয়ার দরকার না হয় তাহলে মন্দির পাহারা দেয়া লাগবে কেন ? নিশ্চয় এমন একটি কাজ আমরা করেছি যার কারণে মন্দির পাহারা দেয়া লাগে। সে কারণটি দূর করতে হবে। যাতে কারোই কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেয়া না লাগে।

 

পাঠকের মতামত

আওয়ামী লীগ ফ্যাসিস্ট, মাফিয়ার দল। এটা বারবার বলতে হবে। ওদের কৃতকর্মের কর্মের জন্য ওদের মধ্যে কোন অনুতাপ নাই ওরা ক্ষমাও চায়নি আপনি কিভাবে আগেই তাদের ক্ষমা করেন।

Palash
১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ১২:৩০ অপরাহ্ন

আমি যদি ফ্যাসিস্ট বলি। আমাকে ওরা রাজাকার বলে। তাই ওদেরকে বারবার ফ্যাসিস্ট বলতে চাই না।

মামুন
১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ৯:৫০ পূর্বাহ্ন

৭১ এর স্বাধীনতার বিরোধী শক্তি আর ২৪ এর গণ বিরোধী ফ্যাসিস্ট তো একই পরিবার ভুক্ত হাওয়ার-ই কথা। আসলে এখন ছাত্রদের উচিৎ পুরো সিস্টেম কে takeover করা, মানুষের মধ্যে তরুণ নেতৃত্বের চাহিদা তৈরি করা এবং পুরনো সব রাজনৈতিক দলের জনবিরোধী কর্মকাণ্ড, দুর্নীতি ও অযোগ্যতা নিয়ে প্রচার চালিয়ে মানুষের মন থেকে সকল আবর্জনাসম রাজনৈতিক দল গুলোকে মুছে ফেলা

Russel
১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ৬:২৯ পূর্বাহ্ন

সুন্দর, উন্নয়নশীল এবং সমৃদ্ধশালী বাংলাদেশ করতে হলে জামাতের আমির যা বলেছেন তা আমাদের সবাইকে মেনে ঐক্য করতে হবে l আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা চলবে না, বিভেদ সৃষ্টি করা হলে,বাংলাদেশটা ধ্বংস এবং নৈরাজ্যে পরিণত হবে l

Maisha
১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ৪:১৫ পূর্বাহ্ন

ইসলামী মৌলাবাদ জিন্দাবাদ

কাওসাৰ
১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ৩:৫০ পূর্বাহ্ন

মৌলবাদ

কাওসাৰ
১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ৩:৩৭ পূর্বাহ্ন

উনারাও তো রাজাকারের তকমাধারী। এই শব্দ শুনতে শুনতে তাদের যেমন আর ভালো লাগে না, ফ্যাসিবাদ শব্দটিও তাদের বন্ধুদের মানুষ বলুক এটা তাদের ভালো লাগে না।

MD ABUL MONSUR KHAN
১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১১:৩৫ অপরাহ্ন

মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু, কিসের বিনিময়ে এতোই উদারতা? সাইদি - আবু সাইদের কে জাতি ভোলেনি আর ভুলবে ও না!

বন্ধু খান
১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:১০ অপরাহ্ন

আমি মৌলবাদী

sakib Rahman
১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:০৩ অপরাহ্ন

আমি কোনো মৌলবাদী মুসলমান নই আর আমি কোনো মৌলবাদী না এবং মৌলবাদী কোনো খারাপ জিনিস নয়। স্ববিরোধী কথা কেন ? আপনি মৌলবাদী স্বীকার করুন সেটা ঢাকতে গিয়ে কত মিথ্যে বলছেন, খারাপ নয় ও বলছেন? সত্য হলো ক্ষমতায় যেতে আওয়ামীলীগের ভোট দরকার.

Obak
১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৮:১৬ পূর্বাহ্ন

চমৎকার বক্তব্য। অথচ খণ্ডিত বক্তব্য তুলে ধরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একটা বক্তব্যের ম্যাসেজটা কী --- সেটা বুঝার চেষ্টা না করে ওখান থেকে দু'চারটা শব্দ-বাক্য নিয়ে তুলকালাম কাণ্ড ঘটানো হচ্ছে।

তৌহিদুল আজম চৌধুরী
১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৭:৫১ পূর্বাহ্ন

আমার প্রশ্ন হলো- প্রাক্তন ফ্যাসিস্ট সরকারকে ক্ষমা করার আপনি কে? আমার ভাইয়ের রক্তের দাগ তো এখনো শুকায়নি। ফ্যাসিস্টকে অবশ্য ফ্যাসিস্ট হিসেবেই তুলে ধরতে হবে। তাদের ১০০ বছর পর হলেও শাস্তির আওতায় আনতে হবে। তাদের ক্ষমা করলে পুরো জাতির প্রতি জুলুম করা হবে।

Md. Monir Hossen
১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৬:০৪ পূর্বাহ্ন

নুরুল হুদা সাহেব মনে হচ্ছে একাই সব বুঝে, মহাজ্ঞানী মানুষ। বাকি সবাই অবুঝ। মূলত আপনি যে কেমন অন্ধ আর শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা করতেছে সেটা সবার কাছেই পরিষ্কার।

AA
১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৫:১৪ পূর্বাহ্ন

জ্বী আমি মৌলবাদী

আল আমিন হোসেন
১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:১৭ পূর্বাহ্ন

ফ্যাসিস্ট - খুনিরা আপনার পরিবারের সদস্য? তবে ঠিকই আছে, জামায়াত ৭১ এর খুনি আর আওয়ামী লীগ ২৪ এর

শাহরিয়ার
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪৫ অপরাহ্ন

আপনার উদারতা জনপ্রিয়তা যতটুকু বৃদ্ধি পেয়েছিল অতি উদারতায় কমতে শুরু করবে!

Mohammod Yousuf Ali
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:১২ অপরাহ্ন

অতীতের জামাতে ইসলামী আওয়ামী লীগের সাথে জোট করে আন্দোলন করেছিল। আবারো মনে হয় সে পথেই যাচ্ছে।

মোহাম্মদ খায়রুল আলম
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:০৩ অপরাহ্ন

বড়ই অভাগা জাতি আমরা, কত দ্রুত আবু সাঈদ কে গুলি করার দৃশ্যটা আমরা ভুলে যাচ্ছি ...

সহিদ খান
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৭:৫৯ অপরাহ্ন

খুনী হাসিনা কে এনে বিচারের আওতায় আনা হোক।

Alamin Amin
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৫:৩৯ অপরাহ্ন

যে স্বৈরাচারী সরকার ২০০০ জন মানুষকে হত্যা করলো তারা আপনাদের পরিবারের সদস্য

ইবাদ
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৫:০২ অপরাহ্ন

এখানে কিছু গন্ড মুর্খেন মন্তব্য দেখলাম। জামায়াত আমীরের বক্তব্য বুঝতে শিক্ষা লাগে যা মন্তব্য কারীদের নাই।

সেতু
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:৪৩ অপরাহ্ন

ওদেরকে ফ্যাসিষ্ট বলতে ভাল লাগেনা। শত হলেও জাত ভাই না? তপাৎ হল, ওরা ইন্ডিয়ার দালাল, আর আমরা পাকিস্তানের দালাল।

সিরু
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:৩৪ অপরাহ্ন

আপনারা ১৯৭১ এর ভুলের জন্য আগে ক্ষমা চান।নাকি এখনো ভুল অস্বীকার করবেন!

স্বাধীন
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:৩১ অপরাহ্ন

আপনারা যাদের খূশি হ্মমা করতেই পারেন। কিন্ত যে ফ্যাসিজমের কারণে হাজারো নিরীহ মানুষ খুন হল অসংখ্য মানুষ অঙ্গ হানী অবস্তায় মৃত্যুর সাথে লড়াই করছে তাদের প্রাণ তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিন। একবারও কি ফ্যাসিষ্টরা তাদের ভূলের জন্য হ্মমা চেয়েছে বা অনুতপ্ত? বরংচ তারা মনে করে এটা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। তারা হ্মমতায় এসে এটার বিচার করতে চায়। দয়া করে বক্তব্য দিথে গিয়ে সেইসব লোকদের কথা ভূলে যাইয়েন না।

Shirajul Islam
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:২১ অপরাহ্ন

অসভ্য ও মূর্খরা যারা রাজনীতি- রাষ্ট্রনীতি, সমাজ- সভ্যতা কিছুই বুঝে না, রাজনীতি বলতে গুন্ডামি সন্ত্রাসী ছাড়া কিছুই বোঝে না তারা তো জামায়াতে ইসলামীর আমিরের অসাধারণ এই বক্তব্য গুলোর প্রয়োজনীয়তা ও গভীরতা কীভাবে বুঝবে? মূর্খ ও মতলবাজ এসব লোকেরা এর অপব্যাখ্যা তো করবেই। সেখানে প্রদত্ত তাঁর পুরো বক্তব্য যারাই শুনেছেন, সবাই তাঁর অসাধারণ চিন্তা ও বক্তব্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কিন্তু ধান্দাবাজ ও মুর্খরা পুরো বক্তব্য ও বক্তব্যের প্রেক্ষাপট বাদ দিয়ে মতলববাজ শিরোনাম করবেই। অন্যথায় তাদের কু মতলব সিদ্ধ হবে কীভাবে?

নুরুল হুদা
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:০৬ অপরাহ্ন

ফ্যাসিষ্ট বলতে কষ্ট লাগারই কথা, অনেক দিনের বন্ধু!

জনতা
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:৩১ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status