ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বিনোদন

নতুন বছরে ফারিণের গান

স্টাফ রিপোর্টার
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবারmzamin

সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। একাধারে মডেল, কণ্ঠশিল্পী ও অভিনয়ে সমানভাবে পদচারণা তার। ইতিমধ্যে নাটক, সিনেমা, ওটিটি, বিজ্ঞাপন ও গানে নিজেকে মেলে ধরেছেন তিনি। ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মধ্যদিয়ে ছোট পর্দায় ক্যারিয়ার শুরু ফারিণের। এরপরে তিনি বিজ্ঞাপনেও কাজ করেন। তারপর টিভি নাটক ও ওয়েবে কাজ করেন। ২০১৮ সালে  ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি দিয়ে মূলত আলোচনায় আসেন তিনি। যার জেরে ২০১৯ সালে তিনি প্রায় ৮০টি নাটকে অভিনয় করেন। দেশের পর কলকাতার সিনেমায়ও তার অভিষেক হয়েছে। সম্প্রতি ময়মনসিংহের একটি সত্য ঘটনা নিয়ে নির্মিত ‘চক্র’ সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। তার হাতে রয়েছে এখন বিভিন্ন মাধ্যমের কাজ। এরমধ্যে রয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এতে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে দেখা যাবে তাকে। বর্তমানে কাজটির চরিত্রের পেছনে সময় দিচ্ছেন তিনি। ভালোবাসা দিবসে এটি মুক্তি পাবে। এর বাইরে আরও কমপক্ষে হাফ ডজন কাজের প্রস্তাব রয়েছে ফারিণের হাতে। ব্যাটে বলে মিললে সেগুলোও করবেন। এদিকে নতুন বছরে নতুন চমকের ইঙ্গিত দিয়েছেন এ অভিনেত্রী। তাহসান ও তার গাওয়া ‘রঙে রঙে রঙিন হবো’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তারই ধারাবাহিকতায় একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। ফারিণ বলেন, আপাতত এ বিষয়ে বলতে চাই না। সবকিছু পাকাপাকি হলেই সেটা সম্পর্কে জানাবো। তবে এটা আমার ভক্তদের জন্য আমার পক্ষ থেকে একটি
চমক।

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status