ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বিবিধ

আনন্দের আহার

মুখরোচক খাবার খাই , আনন্দে মন ভরাই

(১ মাস আগে) ৯ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:৩৮ অপরাহ্ন

mzamin

নামীদামী হোটেলে বসে শিশুদেরও ভালো খাবার খেতে ইচ্ছে করে। বাবা-মায়ের সামর্থ্য না থাকায় সেই প্রত্যাশা কখনো পূরণ হয় না। তবে এবার মেহেরপুর জেলায় এসব শিশুদের রেস্টুরেন্টে খাওয়ার ব্যতিক্রমী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মেহেরপুর ভাবনা । "আনন্দের আহার" প্রতিপাদ্য ছিলও মুখরোচক খাবার খাই, আনন্দে মন ভরাই। 
এতে দরিদ্র এসব শিশুর মানসিক বিকাশ ঘটবে, বলছেন আয়োজকরা। 
মেহেরপুর শহরের পৌরসভার  বিভিন্ন ওয়ার্ড থেকে বাচ্চাদের সংগ্রহ করা হয়  মুর্ভাসের মাধ্যমে । এদের অনেকের বাবা নেই, মা দিন মজুরের কাজ করে। আবার কারো বাবা রিক্সা চালায়। এসব পরিবারের শিশুরা অভাবের মধ্যেই বেড়ে উঠছে।
তবে তাদেরও ভালো রেস্টুরেন্টে বসে ভালো খাবার খেতে ইচ্ছে করে । সে ভাবনায় ব্যতিক্রম আয়োজন নিয়ে মেহেরপুর শহরে হাজির মেহেরপুর ভাবনা  সংগঠন  , মেহেরপুর শহরের ভিতরে সব থেকে বড় রেস্টুরেন্টে সেভেন সেন্স এ আয়োজন করে সংগঠন টি।

এসব শিশুদের জন্য একবেলা ভালো রেস্টুরেন্টে খাওয়ার ব্যতিক্রমী আয়োজন করেছে মেহেরপুর ভাবনা এ সুযোগ পেয়ে খুশী শিশুরা।
এ ধরনের আয়োজনে দরিদ্র এসব শিশুর মানসিক বিকাশ  হবে বলে মনে করেন, মেহেরপুর ভাবনার সদস্যরা তামান্না,আনিকা, বাছেরা,অ্যানি, সাদিয়া,পায়েল আদিবা, 
রাসেল,উদয়,সামি,রাহাত সাহান,আরিফুল, তানভীর,, সিয়াম,শাওন, জিমি,রাফিদ, নাজমুল

মেহেরপুরের  শিশুদের কল্যাণে এ ধরণের আয়োজনে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন এমন প্রত্যাশা মেহেরপুর ভাবনার ।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status