খেলা
১৮ বছর আর ৩১০ ম্যাচ পর এমন একাদশ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৪, রবিবারওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ, একাদশে নেই তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। আফগানিস্তানের বিপক্ষে শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই তিনজনের কেউই ছিলেন না। এমন দৃশ্য বাংলাদেশ ক্রিকেটে এতটাই অপরিচিত যে, বাংলাদেশের কোনো ওয়ানডে ম্যাচের একাদশে এই তিনজনের কেউই নাই, শেষবার এমন ঘটনা ঘটেছে ১৮ বছর আগে। তামিম ইকবাল দলে নেই অনেক দিন ধরে। সাকিব আল আসান ব্যক্তিগত কারণে খেলছেন না এই সিরিজে। আর প্রথম ওয়ানডেতে কিপিংয়ের সময় হাতের আঙুল ভেঙে যাওয়ায় এই সিরিজ থেকে ছিটকে পড়েছেন মুশফিক। ফলে শনিবার শারজাহতে বাংলাদেশের একাদশে ছিলেন না কেউ। সময়ের হিসাবে ১৮ বছরেরও বেশি সময় পর এই তিনজনকে ছাড়া গতকাল প্রথম ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ। এমন ঘটনা সর্বশেষ ঘটেছে ২০০৬ সালের ৪ আগস্ট, সাকিব ও মুশফিকের ওয়ানডে অভিষেকের ঠিক আগের ম্যাচে। আর ম্যাচের হিসেবে গতকালকের আগে টানা ৩১০ ওয়ানডেতে বাংলাদেশেরে একাদশে এই তিনজনের অন্তত একজন ছিলেন। ২০০৬ সালে পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যায় বাংলাদেশ। সেই সিরিজের চতুর্থ ম্যাচে স্কোয়াডে থাকলেও সেই ম্যাচের একাদশে জায়গা পাননি সাকিব-মুশফিকের কেউ। পরে হারারেতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সাকিব ও মুশফিকের ওয়ানডে অভিষেক হয়। আর তামিম ইকবালের ওয়ানডে অভিষেক ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই। এরপর এই সিরিজের প্রথম ওয়ানডে পর্যন্ত যে ৩১০টি ম্যাচ খেলেছে, এর মধ্যে ১৮০টিতে তামিম, সাকিব ও মুশফিক একসঙ্গে খেলেছেন।
আর বাকি ১৩০ ম্যাচে অন্তত একজন বা দুইজন ছিলেন একাদশে।