বিনোদন
তিন ছবিতে চুক্তিবদ্ধ প্রভাস
বিনোদন ডেস্ক
১০ নভেম্বর ২০২৪, রবিবারএকের পর এক ব্যর্থতার পর ‘সালার’ সিনেমার মাধ্যমে স্রোতে ফেরেন প্রভাস। এবার এই সিনেমার প্রযোজনা সংস্থা ‘হোম্বালে ফিল্মস’-এর সঙ্গে তিনটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। তার মধ্যে একটি ‘সালার-২’। প্রতীক্ষিত ছবিটি মুক্তি পাবে ২০২৬-এ। অন্য দু’টি ছবি যথাক্রমে ২০২৭ এবং ২০২৮-এ মুক্তি পাবে।