বিনোদন
‘হাউজ হাজবেন্ড’ শুরু আজ
স্টাফ রিপোর্টার
১০ নভেম্বর ২০২৪, রবিবারপারিবারিক ও কমেডি ঘরানার গল্পে নির্মাতা ফরিদুল হাসান একঝাঁক তারকা নিয়ে নির্মাণ করেছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাউজ হাজবেন্ড’। পরিবারের বিভিন্ন টালবাহানা নিয়ে ধারাবাহিকটির গল্প। আজ থেকে প্রতি রোব ও সোমবার রাত ৮টায় এটিএন বাংলায় ধারাবাহিকটি প্রচার হবে। মাহফুজ খানের গল্পে এর চিত্রনাট্য করেছেন নাজ নাজমা। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, মৌসুমী হামিদ, সাইদুর রহমান পাভেল প্রমুখ।