ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

সংবিধানের অজুহাতে সংস্কার দেরি কেন, প্রশ্ন রিজভীর

স্টাফ রিপোর্টার
১০ নভেম্বর ২০২৪, রবিবারmzamin

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রেখে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সংবিধান তো বাকশালী সংবিধান, এই সংবিধান তো কর্তৃত্ববাদী সংবিধান। এই সংবিধানের অজুহাত দিয়ে কেন আপনারা বিভিন্ন পদক্ষেপ নিতে সংস্কার করতে দেরি করছেন? শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, আপনারা তো বিপ্লবের মাধ্যমে তৈরি হওয়া একটি সরকার। এই সরকারের সবকিছু যে সংবিধান অনুযায়ী হতে হবে, সেটার তো কোনো দরকার নেই। কারণ বিপ্লবের মধ্যদিয়ে যে সরকার গঠিত হয়, সেই সরকারকে নতুন করে সবকিছু করতে হয়, নতুন করে সবকিছু রাখতে হয়। যাতে গণতন্ত্রের ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করে, সেই প্রচেষ্টার জন্য আপনাদের অনেক কাজ করতে হবে। যেটা বর্তমান সংবিধানের মধ্যে সংবিধিবদ্ধ নয়। এটা তো শেখ হাসিনার সংবিধান। তিনি বলেন, আপনারা (অন্তর্বর্তী সরকার) তো নিজেরাও সংবিধানের আওতায় ক্ষমতায় আসেননি। কিন্তু জনসমর্থন আপনাদের প্রতি রয়েছে। আপনাদের কাজের গতির তীব্রতা যদি কমে যায়, তাহলে এটা জনগণের কাছে অ্যাকাউন্টটিবিলিটির ক্ষেত্রে মনে করবে যে, আপনারা সঠিক কাজ করছেন না।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আমাদের দেশকে যারা পছন্দ করে না, যারা শুধুমাত্র শেখ হাসিনাকে পছন্দ করেন- এ ধরনের কিছু বিদেশি শক্তি বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী হোক, বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের একটি আধুনিক চৌকস বাহিনীতে পরিণত হোক, এটা চায় না। বাংলাদেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যেসব প্রতিষ্ঠান বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পার্লামেন্ট, প্রশাসন- এটা ভালো হোক, প্রাণবন্ত হোক, এটা তারা চায় না। চায় না বলেই শেখ হাসিনা শুধুমাত্র তাদেরকে খুশি করার জন্য একের পর এক দেশবিরোধী কাজগুলো করে গেছেন।
কর্মশালায় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ সংগঠনটির কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

আবার সেই ভারতীয় চক্রান্ত!!! একটু অন্যভাবে

Abdul Matin Sikder
১০ নভেম্বর ২০২৪, রবিবার, ১২:৫৪ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status