বিনোদন
ট্রলের মুখে শ্রদ্ধা
বিনোদন ডেস্ক
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারতারকাদের রূপ-লাবণ্যের রহস্য জানতে অনেকেরই আগ্রহ থাকে। অনেক বলিউড তারকাই বলেন, প্রচুর পানি পান করে নিজেকে হাইড্রেটেড রাখেন। তবে ভাইরাল হওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে বলতে শোনা যায়, তার কোনো স্কিন কেয়ার রুটিন নেই। শুধু একটি ফেসওয়াশ ও একটি ময়েশ্চারাইজার ব্যবহার করেন। শ্রদ্ধার এই জবাব মেনে নিতে পারেনি নেটিজেনরা। তাকে পড়তে হলো ট্রলের মুখে।