বিবিধ
মাসব্যাপী শেলটেকের আবাসন মেলা
(১ মাস আগে) ৬ নভেম্বর ২০২৪, বুধবার, ১২:৩৯ অপরাহ্ন
নভেম্বর থেকে শুরু হল দেশের আবাসন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান শেল্টেক্ (প্রা.) লিমিটেড এর মাসব্যাপী আবাসন মেলা। ‘শেল্টেক্ প্রপার্টি ফেয়ার ২০২৪’ শিরোনামের এই আবাসন মেলাটি হবে রাজধানীর ৬০ শেখ রাসেল স্কয়ার, পশ্চিম পান্থপথে শেল্টেক্ এর প্রধান কার্যালয়ে। মেলা উপলক্ষে শেল্টেক্ এর ৪৫ টির বেশি প্রকল্পে নির্মাণাধীন ৩৫০ টির বেশি অ্যাপার্টমেন্ট ও কমার্শিয়াল স্পেস কেনার জন্য সম্মানিত ক্রেতারা বুকিং দিলেই পাচ্ছেন ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ অফার। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেল্টেক্ এর এই মেলা চলবে। শুক্রবার শেল্টেক্ এর প্রধান কার্যালয়ে এই আবাসন মেলার উদ্বোধন করেন শেল্টেক্ (প্রা.) লিমিটেডের নির্বাহী পরিচালক মো. শরীফ হোসেন ভূঁঞা। এছাড়াও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চিফ অপারেটিং অফিসার শাহজাহানসহ সব ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে কল করুন ১৬৫৫০ নাম্বারে।
(বিজ্ঞপ্তি)