বিশ্বজমিন
সব সুইং রাজ্যে এগিয়ে ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৬ নভেম্বর ২০২৪, বুধবার, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৪৫ অপরাহ্ন
সুইং স্টেট নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের জয়ের খবরে ট্রাম্পের ‘ওয়াচ পার্টিতে’ উল্লাস। আনন্দে চিৎকার করতে করতে সমর্থকরা ‘আমেরিকা’ স্লোগান দিতে থাকেন। এই রাজ্যে জয়ের ফলে তিনি কাঙ্ক্ষিত ২৭০ ইলেকটোরাল কলেজ ভোটের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে এখনও ফল বাকি আছে ৬টি সুইং স্টেটের। এর মধ্যে কমালার সুযোগ শেষ হয়ে যায়নি। তিনি যদি উইসকনসিন, পেনসিলভ্যানিয়া এবং মিশিগানে জিততে পারেন তাহলে তার পক্ষেও যেতে পারে ফল। কিন্তু সুইং স্টেটগুলোতে প্রাপ্ত ফলে এখনও এগিয়ে আছেন ট্রাম্প। চূড়ান্ত ভোট গণনার পর এই ফল পাল্টে যাবে কিনা তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। কিন্তু নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের জয়কে অনেক বড় পাওয়া হিসেবে দেখা হচ্ছে। এই রাজ্যে তিনি ২০১৬ সালে শতকরা ৩.৬৬ এবং ২০২০ সালে ১.৩৪ মার্জিনে জিতেছিলেন। এই রাজ্যে সর্বশেষ ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামা জিতেছিলেন ২০০৮ সালে। পরে তিনি ২০১২ সালে দ্বিতীয়বার নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনির কাছে হেরে যান।