ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

ডনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউস ছেড়ে বেড়িয়ে আসা আমার উচিত হয়নি

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ৪ নভেম্বর ২০২৪, সোমবার, ১:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৯ পূর্বাহ্ন

mzamin

শেষবেলার নির্বাচনী প্রচারে গিয়ে ডনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনী ফল নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন। সেবার ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউসের মসনদে বসেছিলেন ডেমোক্রেট জো বাইডেন। আর এই ফল মেনে নিতে পারেননি ডনাল্ড ট্রাম্প।  

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগের দিন চার বছর আগের ফল নিয়ে নয়া সুর শোনা গেল রিপাবলিকান শিবিরের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্পের গলায়।

রোববার পেনসিলভানিয়ায় প্রচারে গিয়ে তার সাফ বক্তব্য, ২০২০ সালের ফলাফল ভুয়া ছিল। তার উচিত হয়নি, ওই ফলের ভিত্তিতে হোয়াইট হাউস ছেড়ে চলে যাওয়া। পাশাপাশি ট্রাম্প এই ইঙ্গিতও দিলেন, নির্বাচনের দিন সময়মতো বের হবেন বাসার বাইরে।

প্রচারের মধ্যে ডেমোক্রেটদের ‘দানব’ হিসাবে বর্ণনা করেছেন তিনি। সেইসঙ্গে নতুন ভোটের বিষয়েও অভিযোগ করেছেন যা দেখায় যে তিনি আর আইওয়াতে নেতৃত্ব দিচ্ছেন না। আইওয়া এমন একটি রাজ্য যেখান থেকে তিনি দু’বার জয়ী হয়েছেন। ট্রাম্প তার বক্তৃতার বেশিরভাগ সময় ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্রেটদের দ্বারা প্রতারণার ভিত্তিহীন দাবিকে অস্বীকার করে গেছেন। সেইসঙ্গে নির্বাচনের সততা সম্পর্কে সন্দেহের বীজ বপন করে গেছেন।  
ট্রাম্প লিটিজে তার সমাবেশের সময়েও দাবি করেছেন যে, তার হোয়াইট হাউস ছেড়ে চলে যাওয়া উচিত হয়নি। তিনি দাবি করেছেন, মার্কিন-মেক্সিকো সীমান্ত তার প্রশাসনের অধীনে আরও সুরক্ষিত ছিল। যদিও ট্রাম্পের উপদেষ্টারা তাকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে আইওয়ার জরিপটি ঠিক ছিল না , কিন্তু একটি বিষয় স্পষ্ট নারী ভোটাররা কমালার দিকে ঝুঁকেছেন।

জরিপের ফলাফল ফোকাস করে যে, আইওয়াতে ৫৬ শতাংশ নারী হ্যারিসের পক্ষে, ৩৬ শতাংশ ট্রাম্পের পক্ষে। এদিকে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় হ্যারিসের প্রচার টিমের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘ট্রাম্পের জন্য এই নির্বাচনটি আসলে তার নিজের অভিযোগ জানানোর জায়গা মাত্র। তিনি আমেরিকান জনগণকে নিয়ে ভাবেন না।’

ট্রাম্প তার একাধিক বক্তৃতায় ভিত্তিহীনভাবে দাবি করেছেন, ডেমোক্রেটরা এই ভোট চুরি করার জন্য এত কঠিন লড়াই করছে। তারা সমস্ত অর্থ ব্যয় করছে ভোটিং মেশিনে কারচুপি করতে।’ নারীদের কাছে জনপ্রিয়তা হারাচ্ছেন দেখে আরও বেশি পুরুষ ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছেন ট্রাম্প। ডানপন্থী দলের নেতা চার্লি কারকের মতে, পুরুষরা ঘরে থাকলে কমালা প্রেসিডেন্ট। এটা সহজ। প্রাথমিক ভোটগুলো অসামঞ্জস্যপূর্ণ।

এদিকে মনে কঠিন জেদ নিয়ে কমালা হ্যারিস ওয়াশিংটনে বলেছেন, ‘আমরা এই পরিস্থিতির জন্য তৈরি যে, উনি (ট্রাম্প) এবারও জেতার জন্য সংবাদমাধ্যম থেকে জনতা সকলকে নিয়ন্ত্রণ করতে চাইবেন। কিন্তু আমরাও থেমে থাকবো না। পাল্টা জবাব দিতে প্রস্তুত।’

হ্যারিসের আরো দাবি, প্রথম দিন নির্বাচিত হলে ডনাল্ড ট্রাম্প শত্রুদের তালিকা নিয়ে সেই অফিসে যাবেন। আর আমি নির্বাচিত হলে আমেরিকান জনগণের জন্য কী করব তার তালিকা নিয়ে অফিসে যাবো।’ সূত্র: সিএনএন

পাঠকের মতামত

স্টুপিড ট্রাম্প

Md Abdullah
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৭:৩২ অপরাহ্ন

ট্রাম্প হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে প্রলাপ বকছেন। উনি হাসিনার পদাংক অনুসরণ করেন বলে বাংলাদেশের জনগণ মনে করে।

Ahmad Zafar
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৬:৪২ অপরাহ্ন

বাংলাদেশে সংখ্যা লঘু নির্যাতন নিয়ে "কানপড়া" দেওয়ার সময় তোমার বন্ধু মোদি মনে হয় এই টাও বলছে - আমি আমার প্রতিবেশী হাসিনাকে ১৪ বছর গনভবনে রাখলাম, তোমারেও আরও পাঁচ বছর রেখে দিতে পারতাম! তুমি হোয়াইট হাউজ ছাড়লে ক্যান?

Khurshid Alam
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৫:১৫ অপরাহ্ন

আস্ত একটা হা ছি না!

monu mia
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৪:৪৯ অপরাহ্ন

ঠিকই - বারাইছিলি ক্যা?

Towhidul HASSAN
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৩:৩৪ অপরাহ্ন

বর্তমান বিশ্বে গনতন্ত্রের জন্য হুমকি ডোনাল্ড ট্রাম্প,কিম জং,পুতিন,বাশার আল-আসাদ,বাংলাদেশের জনগন ভাগ্যবান আমাদেরও একটা দৈত্য ছিল পলাইছে।

MU
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ১:৫৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status