ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

রাজনীতি

দুর্বার প্রতিরোধে ফ্যাসিবাদকে নির্মূল করতে হবে: ফখরুল

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৩ নভেম্বর ২০২৪, রবিবার, ৫:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪১ পূর্বাহ্ন

mzamin

জনগণের দুর্বার প্রতিরোধে ফ্যাসিবাদকে নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথ গ্রহণের পর তাকে নিয়ে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পরে তিনি এ মন্তব্য করেন। এরআগে শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েক‘শ নেতা-কর্মীকে নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপি মহাসচিব। প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তারা। মোনাজাত পরিচালনা করেন মেয়র শাহাদাত নিজেই। এরআগে সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ ডা. শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করান।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান মধ্য দিয়ে এই ফ্যাসিস্টদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আগামী দিনগুলোতে যেন ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে, জনগণের যে দুর্বার প্রতিরোধ, সেই প্রতিরোধ যেন ফ্যাসিবাদকে নির্মূল করে এবং আগামী দিনের নির্বাচনগুলো যেন অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হয়- আমরা সেই প্রত্যাশা করছি। আমি দলের দলের পক্ষ থেকে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ডা. শাহাদাতকে অভিনন্দন জানাচ্ছি।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধু দেশটাকেই ধ্বংস করেনি, ক্ষমতাকে কুক্ষিগত করতে প্রতিটি নির্বাচনকে তারা তাদের মতো করে সাজিয়েছিলো। চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনে জনপ্রিয় নেতা সাবেক মহানগর আহ্বায়ক তিনি প্রতিযোগিতা করে জিতেছিলেন। কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্টরা বলপ্রয়োগভাবে জনগণের ফলাফল কেড়ে নিয়েছিল।

ফখরুল বলেন, আজকে আমি ধন্যবাদ জানাই, নির্বাচন কমিশন ট্রাইব্যুনালকে- তারা সেই ফলাফলকে স্বীকৃতি দিয়ে পূর্বের নির্বাচনকে বাতিল করে ডা. শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেছেন। সেইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই, তারা আদালতের রায়কে মেনে নিয়ে তাকে (শাহাদাত হোসেন) চট্টগ্রামের মেয়র শপথ গ্রহণ করিয়েছেন।

শাহাদাত হোসেন বলেন, আজকে যে কথাটা আমি বলতে চাই, চট্টগ্রামকে বাঁচালে বাংলাদেশ বাঁচবে। আমাদের যে ইশতেহার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের, সেই ইশতেহারে চট্টগ্রামকে গ্রীন সিটি, ক্লিন সিটি এবং হেলথদি সিটি করার যে চিন্তা-ভাবনা, তার জন্য আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ। 

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মাহবুবে রহমান শামীমসহ চট্টগ্রামের মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

ফখরুলের মনের কথা উলটোটা। "দুর্বার শক্তি দিয়ে ফ্যাসিবাদীদের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে"

তারেক
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৫:৪৪ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status