বিনোদন
বনি-সৌরভের লড়াই
বিনোদন ডেস্ক
২ নভেম্বর ২০২৪, শনিবারকলকাতার জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত ও সৌরভ দাস। অ্যান্টনি জেনের পরিচালনায় ‘ঝড়’ সিনেমার মধ্যদিয়ে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন তারা। গল্পের মুখ্য চরিত্রে দেখা যাবে তাদের। মাইকেল নামে এক শিক্ষক রূপে ধরা দিতে চলেছেন বনি। অন্যদিকে, খলনায়ক হিসেবে ধরা দিবেন সৌরভ। ফলে একই পর্দায় জমে উঠবে দুই হিরোর লড়াই।