ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বিবিধ

দেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় স্কলারশিপসহ উচ্চশিক্ষার সুযোগ

(১ মাস আগে) ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ৩:৩৩ অপরাহ্ন

mzamin

বর্তমানে দেশের বাহিরে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য এর শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বমানের উচ্চশিক্ষা, উন্নত গবেষণার সুবিধা, বহু সংস্কৃতির সহাবস্থান এবং পড়াশোনা শেষে কাজের সুযোগ শিক্ষার্থীদের অস্ট্রেলিয়া যেতে আগ্রহী করে তুলছে। 
শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য তথ্য ও সহায়তা প্রদানের লক্ষ্যে পিএফইসি গ্লোবাল তাদের ধানমন্ডি অফিসে 'অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন ডে' আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটি আগামী ৪ নভেম্বর, ২০২৪, (সোমবার) সকাল ১০:৩০ টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সেখানে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এছাড়া সেখানে তারা বিভিন্ন কোর্স, স্কলারশিপ সুবিধা, টিউশন ফি, এবং অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা পরবর্তী কর্মজীবন নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবেন।
পিএফইসি গ্লোবাল কর্তৃপক্ষ জানায়, এই ইভেন্টটি শিক্ষার্থীদের জন্য একটি দারুণ সুযোগ। তারা সর্বোচ্চ ১০০% পর্যন্ত স্কলারশিপের সুবিধা সম্পর্কে জানতে এবং অস্ট্রেলিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।
এই ইভেন্টে উপস্থিত সব শিক্ষার্থীদের জন্য রয়েছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে অন-স্পট অ্যাপ্লিকেশনের বিশেষ সুযোগ। এছাড়াও, স্পট অ্যাপ্লিকেশনকারীরা পাবেন একটি স্মার্টওয়াচ, এবং আইইএলটিএস ও পিটিই কোর্সে থাকছে ২৫% পর্যন্ত বিশেষ ছাড় ও বিভিন্ন আকর্ষণীয় গিফট।
পিএফইসি গ্লোবাল কোন প্রকার সার্ভিস চার্জ ছাড়াই শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও অভিজ্ঞ প্রতিনিধিদের সহযোগিতায় শিক্ষার্থীরা তাদের পছন্দের কোর্স এবং বিশ্ববিদ্যালয় বেছে নিতে পারবেন এবং অস্ট্রেলিয়ায় তাদের শিক্ষাজীবন শুরু করতে পারবে। এই আয়োজনের বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে এই www.pfecglobal.com.bd ওয়েবসাইটে।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status