বিনোদন
ফের বিয়ে করেছেন সুজানা, হানিমুনের বদলে করলেন ওমরাহ্
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ২৯ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন
ফের বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা। তবে এবারের বিয়েটি বেশ ব্যতিক্রম। তেমন কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই বিয়ে করেছেন দুবাই কোর্টে। ২২ আগস্ট সৈয়দ হক নামের দুবাই প্রবাসীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। স্বামী ব্যবসায়ী।
সুজানা জানান, প্রেম করে নয়, এটি পারিবারিক বিয়ে। তবে তাদের পরিচয় সাত বছর ধরে। মূলত, ইসলাম ধর্মের প্রতি অনুরাগী হয়ে ঠিক ৭ বছর আগেই দেশ ও মিডিয়া ছেড়ে প্রবাসী হন সুজানা। দুবাইয়ের নাগরিকত্ব পাওয়ায় সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন বেশ ক’বছর। এবার সেখানেই শুরু করলেন সংসার জীবনের নতুন অধ্যায়।
সুজানা বলেন, আগস্টে আমাদের বিয়ে হয়। ইসলামে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার কথা কোথাও উল্লেখ নেই। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার। আমাদের দুই পরিবার বিষয়টি অবগত। এখানেই শেষ নয়। বিয়ের পর হানিমুন না করে সুজানা বেছে নেন পবিত্র ওমরাহ হজ। সুজানা জানান, তার ইচ্ছে ছিল হানিমুনে না গিয়ে স্বামীর সঙ্গে হজ পালন করবেন। সেই ইচ্ছেও পূরণ করেছেন সম্প্রতি। তিনি বলেন, বিয়ের দুদিন পর আমরা দুজনে ওমরাহ পালন করেছি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন আমি বাকিটা জীবন এভাবে পার করতে চাই।
পয়সাওয়ালা কে সবাই পছন্দ করে।
আলহামদুলিল্লাহ,আল্লাহ আপনাদেরকে নেক বান্দা হিসাবে কবুল করুন।
মাশাআল্লাহ
মহা মহিমান্বিত আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমীন
ধন্যবাদ সুজানা দম্পতিকে। ইসলামের পথে থাকুন, শান্তি পাবেন।
আল্লাহ তাদের জন্য জাযা খায়ের নির্ধারন করুন, এই দোয়াই করলাম। আমিন, আমিন, ছুম্মা আমিন ।
মহা মহিমান্বিত আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমীন